ইনস্টাগ্রামের সার্চ হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে
প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৪৯
আপডেট:
২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৪৯

ইনস্টাগ্রামে কোনো তথ্য খুঁজলেই অনুসন্ধান করা শব্দটি স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে জমা হয়। তবে চাইলেই খুব সহজে অনুসন্ধান করা তথ্যের ইতিহাস ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলা যায়। এ জন্য আইফোন বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনে ইনস্টাগ্রাম চালু করে অ্যাপের ডান পাশের কোনায় থাকা আপনার প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এবার প্রোফাইল পেজ চালু হলে ওপরের ডান পাশে থাকা সেটিংস অপশন নির্বাচন করতে হবে।
সেটিংস পেজ খুলে গেলে Security মেনুতে ক্লিক করতে হবে। আপনি যদি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোন থেকে ইনস্টাগ্রামের অনুসন্ধান ইতিহাস মুছতে চান, তবে Search History অপশনে ক্লিক করুন। আইফোনে হলে Clear Search History তে ক্লিক করুন। এবার ইনস্টাগ্রাম সার্চ ইতিহাস পেজ খুলে গেলে Clear All অপশন নির্বাচন করতে হবে। প্রম্পট বক্স দেখা গেলে পুনরায় Clear All অপশনে ট্যাপ করলেই অনুসন্ধান ইতিহাস মুছে যাবে। চাইলে নির্দিষ্ট তথ্যও মোছা যাবে ইনস্টাগ্রামে। এ জন্য অনুসন্ধান ইতিহাসে থেকে তথ্যটি নির্বাচন করে ক্রস আইকন নির্বাচন করতে হবে।
ডিএম/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: