নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
প্রকাশিত:
১৫ জুন ২০২২ ০২:৩২
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০০:১০

বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। ফাইল ছবি
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে কুৎসা ও কটূক্তির অভিযোগে বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
মঙ্গলাবার (১৪ জুন) চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে এই মামলাটি করেন অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াছির আরাফাত।
মামলার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন অ্যাডভোকেট মো. ইব্রাহিম হেসেন চৌধুরী বাবুল। তিনি বলেন, শুনানি শেষে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
আপনার মূল্যবান মতামত দিন: