বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


ইনস্টাগ্রামে ‘কমলিনী’ ঝড়ে কাবু নেটিজেনরা!


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৫ ১২:০৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:৩৭

 ছবি সংগ্রহীত

বিছানায় শুয়ে রয়েছেন, ফোনের ক্যামেরায় চোখ। শরীরে পোশাকও রয়েছে, তবে কামনা জড়ানো কণ্ঠে হঠাৎই হিন্দিতে বলে উঠলেন, ‘কিস কালার কি চাড্ডি পহেনে হো? হা কিস কালার কি চাড্ডি পহেনে হো?’

এক নারীর এমন ভিডিওতে উত্তাল সামাজিক মাধ্যম। ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম, ফোনের স্ক্রিন ওঠানামা করলেই ঘুরে ফিরে আসছে এই একই রিলস। মূলত, এই লাস্যময়ী নারীর কামঘন আওয়াজে কাবু হচ্ছেন নেটিজেনরা।

তো সেই ভাইরাল হওয়া এই নারীটির আসল পরিচয় কী? কেনই বা পুরুষদেরকে এমন প্রশ্ন করছেন তিনি? শুধুই কী ভাইরাল হওয়ার জন্য! নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ?

জানা গেছে, এই নারীর নাম কমলিনী মহন্ত, থাকেন ওড়িশায়। দুটি ইনস্টাগ্রাম প্রোফাইল রয়েছে কমলিনীর। তার ইনস্টাগ্রামে উঁকি মারলেই দেখা যাবে প্রচুর ফলোয়ার সংখ্যা। আর তার পেজে নানান উসকানিমূলক ভিডিও ভর্তি। যে কারণই সম্প্রতি তার একটি ইনস্টগ্রাম অ্যাকাউন্টও ডিলিট হয়েছে।

কিন্তু ততদিনে দাবানলের মতো সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছেন কমলিনী ও তার এই ভিডিও। কিন্তু দমে যাননি কমলিনী। আবারও খুলেছেন অ্যাকাউন্ট।

শুরুতে অবশ্য বলিউড গানের সঙ্গে নেচে রিল বানাতেন। তবে সেগুলো করে খুব একটা নজরে পড়েননি। শেষমেশ, সব ছেড়ে ভাইরাল হওয়ার জন্য যৌনতাকেই বেঁছে নিলেন কমলিনী। শুধু কোন রঙের চাড্ডি পরার কথা নয়, কমলিনী কিন্তু পুরুষদের টুক করে বলে ফেলছেন, 'আজ চাড্ডি নেহি পহেনো হো… সাফ পাতা চল রাহা হ্য়ায়!' অর্থাৎ আজ আপনি অন্তর্বাস পরেননি, তা নাকি স্পষ্ট বুঝতে পারছেন কমলিনী!

কমলিনীর এই ধরনের ভিডিও নিয়ে বিতর্কও হচ্ছে প্রচুর। নেটিজেনদের একাংশ মনে করছেন, টাকা কামানোর জন্য নোংরা পথ বেছে নিয়েছেন কমলিনী। আর তার ফলে সামাজিক মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করছেন ওড়িশার এই কন্যা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top