শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫, ২রা শ্রাবণ ১৪৩২


টাইগার ও দিশার ছয় বছরের সম্পর্কে বিচ্ছেদ


প্রকাশিত:
২৯ জুলাই ২০২২ ০৩:২৬

আপডেট:
১৮ জুলাই ২০২৫ ০১:১৬

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বলিউডে টাইগার শ্রফ ও দিশা পাটানির প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে বেশ কয়েক বছর ধরে।দর্শকদেরও অজানা নয় তারকাদ্বয়ের এই প্রেমকাহিনী। কিন্তু সেই প্রেমে বেজে উঠেছে ভাংগনের সুর। ভেঙে গেছে তাদের দীর্ঘ ছয় বছরের সম্পর্ক। বলিপাড়ায় এই গুঞ্জন সয়লাব হয়ে গেছে।

পুত্র টাইগারের সম্পর্ক ভাঙনের বিষয়ে মুখ খুলেছেন খ্যাতিমান অভিনেতা জ্যাকি শ্রফ। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘ওদের প্রেম, ওদের জীবন। দু’জনে সম্পর্কে থাকবে কি না, তা পুরোপুরি ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এর মধ্যে আমি কোনোভাবেই নাক গলাতে চাই না।’

টাইগারের সঙ্গে দিশার সম্পর্ক ছিল একেবারে পারিবারিক পর্যায়ে। নিয়মিত টাইগারের বাসায় আসতেন অভিনেত্রী। প্রেমিকের বাবা-মা ও বোনের সঙ্গেও তার দারুণ সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্কেই ইতি টানলেন তারা।

জ্যাকি শ্রফ আরও বলেছেন, ‘ছেলের প্রেম-জীবন কেমন চলছে, বাবা হিসেবে তার খোঁজখবর রাখতে চাই না মোটেই। দিশা-টাইগারকে একসঙ্গে সময় কাটাতে দেখেছি। মনে হয়েছে, ওদের বন্ধুত্ব খুবই মজবুত। প্রেমের সম্পর্ক নিয়ে ওরা কী করবে জানি না। তবে নিশ্চয়ই বন্ধুত্বটা থেকে যাবে দুজনের।’

উল্লেখ্য, ২০১৪ সালে ‘হিরোপান্তি’সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় টাইগার শ্রফের। অন্যদিকে দিশা পাটানি বলিউড ক্যারিয়ার শুরু করেন ২০১৬ সালে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’দিয়ে। তাদেরকে একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে ২০১৮ সালের ‘বাঘি ২’সিনেমায়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top