রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


শিকড় পরিবহনের বাসে আগুন


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৩ ০৯:৩৯

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৪:৪২

ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চলন্ত অবস্থায় বাসটিতে আগুন জ্বলতে দেখেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা জানা যায় নি। ঘটনাস্থলে থাকা পুলিশ আগুন দেখে ছুটে এলেও কাউকে আটক করতে পারেনি বলে জানা গেছে।

রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, বাসটি চলন্ত অবস্থায় আগুর জ্বলতে শুরু করে। গাড়িতে কোনো যাত্রী ছিল না। কাউকে নামতেও দেখিনি। হঠাৎ করেই আগুন লেগে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়িটির আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ততক্ষণে প্রায় বেশিরভাগ গাড়ি পুড়ে গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top