মিরপুরে বিআরটিসি বাসে আগুন
 প্রকাশিত: 
 ২০ নভেম্বর ২০২৩ ১১:০১
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২১:১৯
 
                                রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাদী সুলতানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিরপুর-১০ গোলচত্বরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশন-৬ এর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে বাসটির অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে।
এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানিয়েছে, গেল ৪৮ ঘণ্টায় (শনিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল) ১৮ যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, হরতালকে কেন্দ্র করে গত দুই দিনে আজ সোমবার সকাল পর্যন্ত তারা ১৬টি আগুন লাগার খবর পেয়েছে। এসব ঘটনায় ১৮টি যানবাহন পুড়ে গেছে।
এর মধ্যে ঢাকা সিটিতে তিনটি, ঢাকা বিভাগ একটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জ) সাতটি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই ও সাতকানিয়া) চারটি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি ঘটনা ঘটে। এসব ঘটনায় নয়টি বাস, একটি কাভার্ডভ্যান, ছয়টি ট্রাক, একটি সিএনজি, একটি ট্রেন (৩ বগি) পুড়ে যায়। এই আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৯ ইউনিট ও ১৪৪ জন জনবল কাজ করে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: