বিজয়নগরে বাসে আগুন
 প্রকাশিত: 
 ২৩ নভেম্বর ২০২৩ ০৮:৪০
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২১:২৩
 
                                রাজধানীর বিজয়নগর মোড়ে আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা ৫৩ মিনিটে বিজয়নগরের নাইটিঙ্গেল মোড়ে আজমেরী পরিবহনের ওই বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপরই তারা দ্রুত পালিয়ে যায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রয়েছে।
তবে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের ভেতরের পুরো অংশ পুড়ে যায়।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: