বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬, ১৫ই মাঘ ১৪৩২


গাইবান্ধায় জামিনে এসে বাদী পরিবারে হামলা-অগ্নিসংযোগ, আহত ৭


প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৬ ১২:২১

আপডেট:
২৮ জানুয়ারী ২০২৬ ১৩:৫৬

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি নারীঘটিত মামলার আসামি সজিব সরকার গংরা জামিনে এসে বাদী পরিবারের হামলা চালিয়ে ভাঙচুরসহ অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার ভাত ইউনিয়নের গংগানারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় বাদী পক্ষের লোকজন আহত এবং ঘরবাড়ি পুড়ে ছাই হয়।

আহতরা হলেন- গংগানারায়নপুর গ্রামের আনোয়ারুল সরকারের স্ত্রী ফাতেমা বেগম, মৃত হাকিম উদ্দিন সরকারের ছেলে আব্দুল হামিদ সরকার, মৃত মজিবর রহমানের ছেলে এনামুল হক, মৃত বাবর আলী সরকারের ছেলে আনোয়ারুল সরকার, আমারুল ইসলামের ছেলে ফুয়াদ মিয়া ও এনামুল হকের ছেলে রিফাত মিয়া।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বলা হয়- নারীঘটিত ঘটনায় ফাতেমা বেগম বাদী হয়ে গংগানারায়ণপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে সজিব সরকার ও সাদেকুল ইসলামসহ আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার আসামিরা সম্প্রতি আদালত থেকে জামিনে আসেন। এরই একপর্যায়ে মঙ্গলবার দুপুরে আসামিরা ক্ষিপ্ত হয়ে বাদী ফাতেমা বেগমের পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে বাদী ও তার লোকজনকে মারধর করে ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় থমথম উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুনসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top