সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৫ই পৌষ ১৪৩২


স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েলের অর্থ আত্মসাৎ, পাঁচজনের বিরুদ্ধে মামলা


প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৫ ২০:০৩

আপডেট:
২৯ ডিসেম্বর ২০২৫ ২১:৫০

ফাইল ছবি

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড থেকে দুই কোটি ৫৫ লাখ ১২ হাজার ২১৪ টাকা আত্মসাতের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৯ ডিসেম্বর) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক (মানিলন্ডারিং) মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির কর্মকর্তা (এইচআর) আব্দুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপক (হিসাব) ও ডিপো ইনচার্জ মোহাম্মদ মাহমুদুল হক, ব্যবসায়ী মোহাম্মদ গিয়াস উদ্দিন গিয়াস, আজহার টেলিকমের স্বত্বাধিকারী মো. সোহেল রানা এবং মেসার্স মদিনা কোয়ালিটির স্বত্বাধিকারী মো. মাসুদ মিয়া।

এজাহার সূত্রে জানা যায়, আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটির হিসাব থেকে বিভিন্ন কৌশলে ওই অর্থ সরিয়ে আত্মসাৎ করেন। প্রাপ্ত নথিপত্র ও তথ্য বিশ্লেষণে দেখা যায়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের পাশাপাশি অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অপরাধও সংঘটিত হয়েছে।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top