শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভাইভার তারিখ ঘোষণা


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৪ ১৭:০০

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৭:৪৫

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ১৫ থেকে ৩০ জানুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার (১৩ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এই তথ্য জানিয়েছেন।

জনসংযোগ কর্মকর্তা বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে মেসেজের মাধ্যমে মৌখিক পরীক্ষার সূচি জানিয়ে দেওয়া হবে।

প্রথম ধাপে (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলা) পরীক্ষা দিতে তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন প্রার্থী আবেদন করেছিলেন। গত ৮ ডিসেম্বর এই ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২০ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে নয় হাজার ৩৩৭ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

এদিকে, দ্বিতীয় ধাপের (ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগ) পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ধাপে চার লাখ ৩৯ হাজার ৪৩৮ জন প্রার্থী আবেদন করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top