জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কনসালটেন্টের মৃত্যু, উপাচার্যের শোক
প্রকাশিত:
১৬ মে ২০২৪ ১৬:৪৫
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৫:৪৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি (আইসিটি) বিভাগের কনসালটেন্ট ও পণ্ডিত আইটি কনসালটিং ফার্মের সিইও মো. সরোয়ার মোর্শেদ পরাগ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।
বৃহস্পতিবার (১৬ মে) ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ দফতর) মো. আতাউর রহমান।
মো. সরোয়ার মোর্শেদ পরাগের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার শান্তি কামনা করেন।
মৃত্যুকালে মো. সরোয়ার মোর্শেদ পরাগ স্ত্রী ও ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ নিজ জেলা ঠাকুরগাঁওয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: