রাজউকের শিক্ষার্থীদের মন্তব্য
‘জিপিএ–৫ কমার কারণ কঠিন প্রশ্নপত্র’
প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৫ ১২:৩৭
আপডেট:
১৬ অক্টোবর ২০২৫ ১৮:৩৩

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রায় শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। তবে আগের বছরের তুলনায় জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে।
শিক্ষার্থীরা বলছেন, এবারের প্রশ্নপত্র তুলনামূলক কঠিন ও ভিন্নধর্মী ছিল- জিপিএ–৫ কমার পেছনে এটিই মূল কারণ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠান প্রাঙ্গণে কথা হয় উত্তীর্ণ শিক্ষার্থীদের সঙ্গে।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিয়ান রফিক, যিনি এবার জিপিএ–৫ পেয়েছেন। তিনি বলেন, রেজাল্ট পেয়ে খুবই ভালো লাগছে। তবে এবারের প্রশ্ন কিছুটা কঠিন ছিল। তাই সামগ্রিক ফল আগের বছরের চেয়ে ভিন্ন এসেছে।
একই বিভাগের জিপিএ-৫ পাওয়া আরেক শিক্ষার্থী ফারহান তানজীম বলেন, এবারের প্রশ্ন একেবারে কঠিন না হলেও বেশ ঘুরিয়ে করা হয়েছিল।
আরেক শিক্ষার্থী মুনতাসির, যিনি এবার জিপিএ–৫ পেয়েছেন। ঢাকা পোস্টকে তিনি বলেন, রেজাল্ট পেয়ে খুবই ভালো লাগছে। প্রশ্ন মডারেট ছিল, কিন্তু কিছু অংশ কঠিন লেগেছে। তবু ফলাফল নিয়ে আমি সন্তুষ্ট।
এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১ হাজার ৬৯৩ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ২১৮ জন জিপিএ–৫ পেয়েছেন। সামগ্রিক পাসের হার ৯৯.৯৪ শতাংশ, যা গত বছরের সমান।
আপনার মূল্যবান মতামত দিন: