সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


মিনি হানিমুন সেরে মুম্বাইয়ে সিদ্ধার্থ-কিয়ারা


প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৫৯

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ২০:১৪

 ফাইল ছবি

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি এখন নবদম্পতি। ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমেরে গাঁটছড়া বেঁধেছিলেন তারা। রূপকথার বিয়ের পর্ব সেরে মুম্বাইতে গ্র্যান্ড রিসেপশন, এরপর বেশকিছু ওয়ার্ক কমিটমেন্ট সেরে ‘মিনি হানিমুন’ কাটিয়ে ফিরলেন এ জুটি।

অজানা গন্তব্যে উড়ে গিয়েছিলেন দুজন। তবে একান্তে সময় কাটানোর কোনো ঝলকই ধরা পড়েনি জুটির সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মুম্বাই এয়ারপোর্টে একদম ক্যাজুয়াল লুকেই ধরা দিলেন কিয়ারা।

সাদা রঙা স্লিভলেস টপ আর প্যান্টে দেখা মিলল কিয়ারার। খোলা চুলে কাপড়ের হেয়ার ব্যান্ড, সঙ্গে সোনালি রঙা ডিজাইনার ব্যাগে দেখা গেলে এই অভিনেত্রী। কিন্তু নব বিবাহিতা কিয়ারার কপালে সিঁদুরের চিহ্ন ধরা পড়ল না। হাতে নেই চূড়া কিংবা গলায় মঙ্গলসূত্রও ছিল না।

স্বভাবতই নেটিজেনদের ট্রোলের মুখে পড়তে হল সিদ্ধার্থ ঘরণীকে। অনেকেই প্রশ্ন তোলেন, ‘কে বলবে কিয়ারা সদ্যবিবাহিত?’

একজন লিখেছেন, ‘সিঁথিতে সিঁদুর নেই, খালি গলা, হাতে চূড়া নেই- কিয়ারাকে দেখে মোটেই ভালো লাগছে না, এটা আমাদের সংস্কৃতি নয়’।

এদিন সাদা প্যান্ট আর বেগুনি রঙা টি-শার্টে দেখা মিলল সিদ্ধার্থের। এয়ারপোর্টে ছবি শিকারিদের আবদার মেটান দুজনই। সঙ্গে অনুরাগীদের সেলফির আবদারও। নিরাশ করেননি তারা। দাঁড়িয়ে পোজ দিলেন সিদ্ধার্থ-কিয়ারা।

‘দ্য লাস্ট স্টোরিজ’-এর পার্টিতে ঘনিষ্ঠতা বাড়ে সিদ্ধার্থ-কিয়ারা। সেই শুরু প্রেমের। এরপর সম্পর্কের চড়াই-উতরাই পেরিয়ে ‘পার্মানেন্ট বুকিং’ সেরে ফেলেছেন দুজনেই। ৭ তারিখ বিয়ের প্রথম ছবি শেয়ার করে কিয়ারা লেখেন, ‘অব হুমারি পার্মানেন্ট বুকিং হো গয়ি হ্যায় (এখন আমরা স্থায়ীভাবে পরস্পরের)। আমরা আমাদের আগামীর যাত্রায় আপনার আশীর্বাদ এবং ভালোবাসা চাই।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top