সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


পুরোনো বিতর্ক উসকে দিলেন পরিচালক


প্রকাশিত:
১২ মার্চ ২০২৩ ০০:৪২

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ২৩:১৭

 ফাইল ছবি

গত বছর ঠিক এই দিনে নায়িকার পায়ে চুমু এঁকে দিয়ে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন পরিচালক রামগোপাল বার্মা। আবারও সেই পুরোনো বিতর্ক উসকে দিলেন তিনি। তবে এবার আর পা নয়, হাত চাটতে চান পরিচালক।

নতুন রঙে মজেছেন ‘রঙ্গিলা’ নির্মাতা! এভাবে বললেও খুব বেশি অত্যুক্তি হবে না। কেননা, ভয়-ডরহীন পোস্ট জারি রেখে নতুন বার্তাই দিচ্ছেন রামু। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন একটি ছবি পোস্ট করেছেন পরিচালক। সেখানে দেখা যাচ্ছে, এক নারীর হাত মুখে নিয়ে বসে আছেন তিনি। এ সময় আবেশে চোখ বুজে আসে তার। ডান হাতের কব্জিতে জড়ানো বেলি ফুলের মালা।

ছবিতে ওই রহস্যময়ী নারীর হাতটাই দেওয়া। তাই বোঝার কোনো উপায় নেই কে এই নারী? শুধু একটি সুসজ্জিত হাত নিজের কাছে টেনে নিয়েছেন রামগোপাল। তাতেই মুখ ডুবিয়ে চুমু খেয়ে চলেছেন। আঙুলে আকাশি নেলপালিশ, লাল বড় চক্র লাগানো আংটি সে হাতের শোভা বাড়িয়ে আরও কৌতূহলী করেছে নেটিজেনদের। সামনে জ্বলজ্বল করছে গ্লাস। তলায় পড়ে পানীয়। সেই ছবি পোস্ট করে রামগোপাল ক্যাপশনে লিখেছেন, ‘শুধু পায়ের পাতা নয়.. হাতও!’

পরিচালকের এই মন্তব্যই বুঝিয়ে দিচ্ছে, আগের সেই কীর্তিকেই মনে করিয়ে দিতে চান তিনি। কী সেই কীতি? ফিরে দেখা যাক, ২০২২ সালের ১১ মার্চ। যেবার ভাইরাল হয়েছিল সেই ভিডিও, যেখানে টেবিলে সাজানো ছিল মদের বোতল। খোলা বারান্দায় গাঢ় সন্ধ্যায় শুরু হয়েছিল সাক্ষাৎকার। সোফায় বসে পায়ের ওপর পা তুলে বসেছিলেন অভিনেত্রী আশু রেড্ডি। পরনে খাটো হলুদ পোশাক। তার উন্মুক্ত দুই পায়ের সামনে টাইলসের মেঝেয় বসেছিলেন গদগদ রামগোপাল।

কথা বলতে বলতে বিগলিত পরিচালক এক সময় অভিনেত্রীর ডান পায়ের পাতায় চুমু খেতে শুরু করলেন। পায়ের আঙুলগুলো মুখে পুরে দিলেন তারপর। সেই দৃশ্য দেখে তাজ্জব হয়েছিলেন সবাই।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top