মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


গ্রেপ্তার অভিনেতা জোনাথন মেজরস


প্রকাশিত:
২৬ মার্চ ২০২৩ ২০:২২

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০৩:৪০

 ফাইল ছবি

হলিউড অভিনেতা জোনাথন মেজরসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ মার্চ) ম্যানহাটন থেকে গ্রেপ্তার করা হয় এই জনপ্রিয় অভিনেতাকে। এক নারীকে শ্বাসরোধ করার চেস্টা, আক্রমণ এবং হয়রানির অভিযোগে গ্রেপ্তার করা তারকাকে।

কর্তৃপক্ষ জানিয়েছে যে অভিনেতা ৩০ বছর বয়সী এক নারীকে শ্বাসরোধ করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। ওই নারী তার বান্ধবী বলে জানা গেছে।

জানা গেছে, অভিনেতাকে শনিবার সকাল ১১.১৫টার দিকে চেলসির ওয়েস্ট ২২তম স্ট্রিট এবং 8তম অ্যাভিনিউয়ের কাছে একটি অ্যাপার্টমেন্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে। একজন নারী ৯১১ কল করে পুলিশ ডেকে আনেন এবং অভিনেতার বিরুদ্ধে অভিযোগ জানান।

মাথায় ও ঘাড়ে সামান্য আঘাতপ্রাপ্ত ওই নারী পুলিশকে জানান যে তাকে লাঞ্ছিত করা হয়েছে। অভিযোগ দায়েরকৃত নারীকে স্থিতিশীল অবস্থায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টিএমজেডের একটি প্রতিবেদন অনুসারে, ওই নারী ছিলেন জোনাথনের বান্ধবী। তারা ব্রুকলিনের একটি বার থেকে বাড়ি ফেরার সময় ট্যাক্সিতে তর্ক বিতর্কের এক পর্যায়ে ওই নারীর গায়ে হাত তোলেন জোনাথন। তার মাথায় ও পিঠে জখম হয়েছে, কানের পেছনে একটি ক্ষত, মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

এনওয়াইপিডির একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, "ভুক্তভোগী ওই নারী পুলিশকে জানিয়েছেন যে তাকে লাঞ্ছিত করা হয়েছে। অফিসাররা জোনাথনকে হেফাজতে রেখেছেন।”

সূত্র অনুসারে, অ্যান্ট-ম্যান অভিনেতার বান্ধবী তাকে অন্য নারীর সাথে যোগাযোগ করতে দেখেছিল যার ফলে সে তার ফোনটি দেখতে চায়। এই কারণে অভিনেতা রাগান্বিত হয়ে তাকে চড় মারেন এবং তার গলা চেপে ধরেন।

অভিযোগের ভিত্তিতে জোনাথনকে জেলে নিয়ে যাওয়া হয়েছে কারণ পুলিশ মনে করেছে অভিযোগের পেছনে যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে। এ ঘটনায় অভিনেতার একজন প্রতিনিধি জানান, “জোনাথন কোনো অন্যায় কাজ করেননি। আমরা এই বিষয়ে অভিযোগ থেকে তার নাম সরানোর অপেক্ষায় রয়েছি।”



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top