সোমবার, ১২ই জানুয়ারী ২০২৬, ২৮শে পৌষ ১৪৩২


মুম্বাইয়ের রাস্তায় নিক-প্রিয়াঙ্কার ‘অটোরিকশা রোমান্স’


প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৩ ১৮:০১

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ০৪:০৫

 ফাইল ছবি

দীর্ঘ দিন পর স্বামী-সন্তান নিয়ে দেশে ফিরেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কিছু দিন আগে বলিউড নিয়ে বোমা ফাটিয়েছেন। অভিযোগের আঙুল তুলেছেন প্রযোজক, পরিচালক করণ জোহরের দিকে। অথচ সামনাসামনি দেখা হতেই করণকে জড়িয়ে ধরলেন। বোঝাই যাচ্ছে, দেশে ফিরে তিক্ততা ভুলে খোশমেজাজে আছেন পিগি চিপস।

হলিউড-বলিউড তারকাদের উপস্থিতিতে মুম্বাইয়ে বসেছিল তারকাদের হাট। নীতা এবং মুকেশ আম্বানির সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন উপলক্ষ্যে এক ছাদের নিচে বড় বড় তারকারা।

তবে নিক-প্রিয়াঙ্কা দম্পতি শুধু চার দেয়ালে বন্দি থাকতে চাননি। স্বামী নিককে নিয়ে নিজ দেশের আলো-বাতাস ও মাটির গন্ধ শুঁকতে প্রিয়াঙ্কা বেরিয়ে পড়লেন মুম্বাইয়ের রাস্তায়। প্রাইভেট কার নয়, সোজা গিয়ে উঠলেন অটোরিকশায়।

প্রিয়াঙ্কার রঙিন পোশাকে যেন ঝলমল করে উঠল রাতের মুম্বাই। অটোকে ফ্রেমে রেখে নিকের সঙ্গে একের পর এক ছবি তুলে চললেন অভিনেত্রী। নিকের পরনে গাঢ় নীল স্যুট-প্যান্ট। প্রিয়াঙ্কার টু-পিস গাউন লুটোচ্ছে রাস্তায়। পোশাক সামলে তিনি ভর দিলেন নিকের গায়ে। নিক হাত রেখেছেন হলদে-কালো অটোর ছাদে।

এরকম বেশ কয়েকটি ছবি ঘুরছে সামাজিকমাধ্যমে। যা দেখে অনুরাগীরা বেজায় খুশি। কেউ বলছেন, ‘নিক ঘরজামাই থেকে যাক, আর ফিরতে হবে না।’ আবার কেউ প্রিয়ঙ্কাকে স্বতঃস্ফূর্তভাবে আনন্দ করতে দেখে বললেন, ‘বলিউডের রানি ফিরে এসেছে।’

বলিউড ছেড়ে প্রিয়াঙ্কার বর্তমান যত ব্যস্ততা সব হলিউডকে ঘিরেই। শিগগির অভিনেত্রীকে দেখা যাবে সাই-ফাই অ্যাকশন থ্রিলার ‘সিটাডেল’ সিরিজে। এছাড়া রোমান্টিক কমেডি ‘লাভ এগেইন’-এও অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে দেখা যাবে স্যাম হিউয়্যানকে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top