সমালোচনার মুখে রণবীর-আলিয়া
প্রকাশিত:
২০ এপ্রিল ২০২১ ১৮:২৩
আপডেট:
২০ এপ্রিল ২০২১ ১৮:৫৮

করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে সোমবার (১৯ এপ্রিল) মালদ্বীপে ছুটি কাটাতে গেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। মহামারির সময় আনন্দ ভ্রমণে বের হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন এই জুটি।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভারতের মহারাষ্ট্রে ১৪৪ ধারা জারি হতেই রণবীর-আলিয়ার মতো আরও অনেক তারকাকে রাজ্য ছেড়ে অন্যত্র পাড়ি দিতে দেখা যাচ্ছে।
করোনার এই পরিস্থিতিতে তারকাদের বেড়াতে যাওয়ার সমালোচনা করে একটি পোস্ট করেছেন লেখিকা শোভা দে।
তিনি লেখেন, ‘এই কোভিডের মধ্যে যারা মালদ্বীপ ও গোয়ায় ছুটি কাটাচ্ছেন, মনে রাখবেন এটা আপনাদের কাছে হলিডে। কিন্তু বাকি সর্বত্র মহামারি। তাই আপনাদের আনন্দের ছবি পোস্ট করবেন না।’
কোনো সুন্দর সমুদ্রসৈকতে বা বিদেশে অবসরযাপন ব্যক্তিগত রাখারই পরামর্শ দেন এই লেখিকা।
তবে মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হলেও এখনও পর্যন্ত তাদের বেড়াতে যাওয়ার কোনো ছবি পোস্ট করেননি রণবীর-আলিয়া।
আপনার মূল্যবান মতামত দিন: