রবিবার, ১লা ফেব্রুয়ারি ২০২৬, ১৮ই মাঘ ১৪৩২


সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা ভাবছেন আলিয়া ভাট


প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২৬ ২০:৪৭

আপডেট:
১ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২৭

ফাইল ছবি

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার কাজ সংক্রান্ত নানা পোস্ট তো নায়িকা শেয়ার করেই থাকেন; পাশাপাশি পরিবারের সঙ্গেও নানা ছবি তুলে পোস্ট করতে দেখা যায় তাকে।

কিন্তু মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবেন। বিশেষ করে মা হওয়ার পর তার এমন ভাবনা আরও বেশি আসে বলে জানান এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভাট বলেন, এমন কিছু দিন আসে যখন আমি ঘুম থেকে উঠে ভাবি, ঠিক আছে, আমার সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ডিলিট করে ফেলা উচিত। বিশেষ করে রাহার মা হওয়ার পর। এমন অভিনেত্রী হওয়া উচিত যে শুধু অভিনয় করে। কিন্তু এটা হলে যারা আপনার পাশে থেকেছেন তাদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার মতো একটা বিষয় হবে। আর তাই আমি তা করতে পারি না।

আলিয়া আরও বলেন, আমার ব্যক্তিগত জীবন এখনও খুবই ব্যক্তিগত রাখতে পছন্দ করি। কিন্তু এটা খুবই কঠিন। আমার ছবির অ্যালবাম রাহায় ভরা। আমার ছবিগুলো ধরে রাখার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে।

আলিয়া আরও জানান, মাতৃত্ব তার জীবনে বড় ধরনের পরিবর্তন এনেছে। এতে তার মানসিকতা ও জীবনদৃষ্টিতেও পরিবর্তন এসেছে।

সামনে আলিয়াকে দেখা যাবে ‘আলফা’ এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। অ্যাকশনধর্মী ছবি ‘আলফা’-তে তার সঙ্গে অভিনয় করছেন শর্বরী। অন্যদিকে, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার সহশিল্পী ভিকি কৌশল ও রণবীর কাপুর।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top