মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


অরিজিতের হাত ধরে টানাটানি, গুরুতর আঘাত পেলেন গায়ক


প্রকাশিত:
৮ মে ২০২৩ ১৮:৪৬

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০৭:৪৮

 ফাইল ছবি

গান গাওয়ার সময় মঞ্চে হয়রানির শিকার হন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। গায়ক ডান হাতে গুরুতর চোট পেয়েছেন। এই ঘটনায় অবশ্য তিনি অনুষ্ঠান ছেড়ে যাননি, গান গেয়ে চলেছেন। সেই ভক্তের সঙ্গে বাকবিতণ্ডায়ও জড়িয়ে পড়েন তিনি।

সম্প্রতি ঔরঙ্গাবাদে একটি গানের অনুষ্ঠান করেছিলেন অরিজিৎ সিং। গান গাইতে মঞ্চে উঠেছিলেন। এরপরই ঘটে বিপর্যয়। চোখের সামনে তার প্রিয় তারকাকে দেখে একজন ভক্ত তাকে হাত ধরে টানতে থাকে। অরিজিতের হাতেও চোট রয়েছে।

সামাজিকমাধ্যমের পাতায় পোস্ট করা একটি ভিডিও থেকে জানা যাচ্ছে, ডান হাতে এতটাই চোট পেয়েছেন গায়ক যে, হাত সোজা করতে পারছিলেন না তিনি, তার হাত কাঁপছিল। ওই ভিডিওতে দেখতে পাওয়া যায়, হাতে আঘাত পাওয়ার পরেও ওই অনুরাগীর সঙ্গে ভদ্রভাবে, মার্জিত ভঙ্গিতে কথা বলছিলেন অরিজিৎ।

তার হাত ধরে টানাটানি করার ফলে যে তিনি আহত হয়েছেন, তা বোঝানোর চেষ্টা করছিলেন গায়ক। ভিডিওতে অরিজিৎ এ-ও বলেন, ‘আপনি এভাবে আমার হাত ধরে টানছেন। এবার চোট পেয়ে আমি আর হাত নাড়াতে পারছি না। আপনি এটা বুঝতে পারছেন না, যদি আমি পারফর্ম করতে না পারি, তাহলে আপনারাও অনুষ্ঠান উপভোগ করতে পারবেন না। এটা তো খুব সহজ হিসেব।’

এমন ঘটনার পরেও পারফর্ম করা বন্ধ করতে চাননি অরিজিৎ। তার কথায়, ‘আমি তো এখানে পারফর্ম করতেই এসেছি। আমি আমার সব ভক্তের কাছে যাব। আমি এখানে উপস্থিত শ্রোতাদের ভালোবাসি। প্রত্যেকের কাছে আলাদা আলাদা করে যাব আমি।’ ওই ব্যক্তির কাছে অরিজিতের প্রশ্ন শুধু একটাই, ‘আপনি হাত ধরে টানাটানি করলেন কেন?’

আঘাত পেয়ে শেষ পর্যন্ত ক্রেপ ব্যান্ডেজ বাঁধতে হয় অরিজিৎ সিংয়ের হাতে। মঞ্চেই প্রাথমিক চিকিৎসা হয় গায়কের। যদিও গোটা ঘটনার বিষয়ে এখনও তেমন ভাবে জানা যাচ্ছে না।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top