‘ডন’ হিসেবে পর্দায় ফিরছেন শাহরুখ
প্রকাশিত:
১৫ মে ২০২৩ ০১:২৫
আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১৩:৩১

অপেক্ষার অবসান, আবারও সেই চেনা মিউজিক চেনা মুখ। ‘ডন’ হিসেবে আবারও একবার সিনেপর্দায় দেখা যেতে চলেছে শাহরুখ খানকে। ‘ডন ৩’ নিয়ে সবসময়ই শাহরুখ অনুরাগীদের মনে প্রশ্নের ছড়াছড়ি।
প্রযোজক রিতেশ জানিয়েছেন, নির্মাতা ফারহান আখতার চিত্রনাট্য লেখা প্রায় শেষ করে ফেলেছেন। এবারও শাহরুখই থাকছেন প্রধান চরিত্রে। যদিও দর্শকরা তিন নম্বর পার্টে সব সময়ই অমিতাভ এবং শাহরুখকে একসঙ্গে দেখতে চেয়েছেন। সেটি আদৌ সম্ভব হবে কি না এই প্রসঙ্গে আজও অনেক কিছু অজানা।
শুধু স্ক্রিপ্ট লেখা শেষ হলেই, বাকিটা ভেবে চিন্তে শুরু করা যাবে। রিতেশের কথায়, ‘ফারহান এখনো স্ক্রিপ্ট লিখতে ব্যস্ত। আমরা সকলেই খুব উদগ্রীব ডন হিসেবে শাহরুখকে দেখার জন্য। ছবির প্লট প্রসঙ্গে জানি না, তবে আশা করছি দারুণ কিছু হবে।’
অরিজিনাল ‘ডন’ মুক্তির ২৮ বছর পর ২০০৬ সালে শাহরুখকে নিয়েই রিমেক বানান এক্সেল প্রোডাকশন। আবার ২০১১ সালে এটির সিক্যুয়েল তৈরি হয়। সেই থেকেই আবারও তিন নম্বর পার্ট এর অপেক্ষায় সকলে।
শাহরুখ বর্তমানে ব্যস্ত তার আগামী ছবির কাজে। ‘জওয়ান’ নিয়ে ভক্তদের উন্মাদনা চরমে। তারপর রাজু হিরানির ‘ডাংকি’ ছবি নিয়েও রয়েছে চূড়ান্ত ব্যস্ততা। এখন মাঝেমধ্যেই যশরাজের স্পাই থ্রিলারেও তাকে দেখা যাবে।
আপনার মূল্যবান মতামত দিন: