যানজট থেকে বাঁচতে অচেনা ব্যক্তির বাইকে বলিউড শাহেনশাহ
প্রকাশিত:
১৫ মে ২০২৩ ২২:১০
আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১৩:৩১

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। মুম্বাইয়ের যানজট থেকে বাঁচতে অপরিচিত ব্যক্তির বাইকে চড়ে বসেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। আর তা করে সময়মতো শুটিংয়ে পৌঁছান। পুরো ঘটনার জন্য অভিনেতাকে অনেক ধন্যবাদ। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবিটি প্রকাশ করে অচেনা বন্ধুকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিগ বি লিখেছেন, 'বন্ধু এই যাত্রার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে চিনি না কিন্তু আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা প্রশংসনীয়। আপনি যদি আমাকে মুম্বাইয়ের জ্যাম থেকে দ্রুত রক্ষা করেন, আপনাকে ধন্যবাদ! হলুদ শার্ট আর সাদা টুপির মালিক।
এই আপদকালীন যাত্রায় নামও জানেননি সেই আগন্তুকের। কিন্তু তারপরও ধন্যবাদ জানাতে ভোলেননি অমিতাভ।
এমন একটি নয়নাভিরাম দৃশ্য দেখে মুগ্ধতা ঝরে পড়েছে নেটাগরিকদের কণ্ঠে। পাশাপাশি সতর্ক করেছেন উভয়কেই। হেলমেট না পরতেই কেউ কেউ বলে বসলেন, ‘দুজনেই হেলমেট ব্যবহার করুন। কখন বিপদ আসে বলা যায় না।’
প্রসঙ্গত, কিছু দিন আগে ‘প্রজেক্ট কে’ ছবির শুটিংয়ে পাজরে গুরুতর আঘাত পেয়েছিলেন অমিতাভ। এতে কিছু দিন বাসায় বিশ্রাম নেন তিনি। সুস্থ হয়ে আবারও ফিরলেন লাইট, ক্যামেরা, অ্যাকশনের চেনা জগতে।
আপনার মূল্যবান মতামত দিন: