মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


রাজ্য ছাড়াও রয়েছে পরীমণির আরও এক সন্তান


প্রকাশিত:
২৩ মে ২০২৩ ১৬:৪৯

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১৩:৪৬

 ফাইল ছবি

পরীমণি মানেই ভাইরাল কিছু। সব সময়েই আলোচনায় থাকেন এ অভিনেত্রী। সম্প্রতি সামাজিকমাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, হাতে শাখা, সিঁথিতে সিঁদুর, সবুজ রঙের প্রিন্টেড শাড়ি পরে বসে রয়েছেন পরীমণি। তবে তিনি একা নন, একটি শিশু ছেলেকে কোলে নিয়ে বসে থাকতে দেখা গেছে অভিনেত্রীকে।

তবে এটা তার ছেলে রাজ্য নয়, এটা নাকি তার বড় ছেলে। নিজেই এমন ভিডিও পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

পরীর কোলে ছোট্ট শিশুটি কে? জানা গিয়েছে, অভিনেত্রীর আপকামিং ছবি মা-এর শুটিংয়ের সময় ছোট্ট শিশুটির সঙ্গে কাজ করেছিলেন পরীমণি। শ্যুটিংয়ের সময়ে বাস্তবেই অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী। এই ভিডিও শ্যুটিংয়ের শেষ দিনের ভিডিও, যা ক্যামেরাবন্দি করে রেখেছিলেন। সেই আবেগঘন ভিডিওই নেটদুনিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করলেন নায়িকা। তার সঙ্গে আবার দেখা করারও ইচ্ছা প্রকাশ করেছেন পরীমণি।

ছোট্ট শিশুর সঙ্গে পরীমণির কথোপকথনের ভিডিওতে দেখা যাচ্ছে, শিশুর সঙ্গে অনর্গল কথা বলে যাচ্ছেন নায়িকা। তারপরেই আদরে, চুমুতে ভরিয়ে দিচ্ছেন। শিশুও নিজের মতো অভিব্যক্তিতে উত্তর দিয়ে চলেছে। হঠাৎই বাচ্চাটির মুখে আলো পড়ে এবং কেঁদে ওঠে। সঙ্গে সঙ্গে পরীমণি তাকে কোলে নিয়ে নেন এবং বলেন, আল্লাহ কাল থেকে যে তোমায় আর দেখতে পাব না। তারপর আবার মজা করে বলেন, চলো তোমায় চুরি করে নিয়ে যাই, এটা শুনে শিশুটির মা বলে ওঠেন, চুরি কেন? এমনিই নিয়ে যান।

পরীমণির এই ভিডিও এখন নেটদুনিয়ার হটকেক। ভিডিওর ক্যাপশনে পরীমণি লেখেন, ‘মা সিনেমার প্রধান এবং সর্বকনিষ্ঠ আর্টিস্ট ইনি। রাজ্য তখন আমার পেটে। আর এই ছেলে বাচ্চাটার সঙ্গে শ্যুটিং করতে করতে একটা সময় আমার কেন যেন মনে হলো, আমার কি ছেলে হবে! বাচ্চাটা কতো বড় হয়ে গেছে আমার খুব দেখতে ইচ্ছা করছে। আমার পরিচালক অরন্য আনোয়ার ভাইয়ের কাছে আমার এই একটা চাওয়া থাকল। আমি আমার ছেলে আর আমার এই পর্দার ছেলে, এই দুই ছেলেকে নিয়ে মা সিনেমার প্রথম শো-টা দেখতে চাই। মা আসছে ২৬ মে প্রেক্ষাগৃহে।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top