মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


হারুনের মধ্যস্থতায় ডিপজল-সিদ্দিকের ভুল-বোঝাবুঝির অবসান


প্রকাশিত:
৩১ মে ২০২৩ ১৯:১৩

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১৩:৪৪

 ফাইল ছবি

প্রয়াত কিংবদন্তি নায়ক ফারুকের মৃত্যুর দিনেই তার আসনে নির্বাচনের ঘোষণা দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান। তার এহেন কর্মকাণ্ডের জন্য ওই সময়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

এরপর থেকেই এই দুই অভিনেতার মাঝে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। তবে তাদের সেই ভুল-বোঝাবুঝির অবসান ঘটেছে। মঙ্গলবার (৩০ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট বিষয়টি নিশ্চিত করেন সিদ্দিক নিজেই। যেখানে তার পাশে দাড়িয়ে থাকতে দেখা যায় ডিপজলকে। এসময় এই দুই অভিনেতার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ ও চিত্রনায়ক জায়েদ খান।

সিদ্দিক তার সেই পোস্টে লিখেছেন, ‘আলোচনা শব্দটির সঙ্গে সবাই কমবেশি পরিচিত। আমি সবসময়ই মনে করি, যেকোনো সমস্যা সৃষ্টি হয় ক্ষোভ থেকে। আর এই ক্ষোভকে পুষে রাখলে অন্য কিছু রূপ নেয়। সচেতন ও ভালো মানুষ হিসাবে ক্ষোভকে অন্য রূপ দেওয়া উচিত নয়। আলোচনার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে আর আমরা সামান্য ভুল-বোঝাবুঝি শেষ করতে পারব না।’

‘সেটা কি করে হয়? তাহলে আমরা কিসের মানুষ? আল্লাহপাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। তাই আলোচনার মাধ্যমে আজ বড় ভাই ডিপজল ভাইয়ের সঙ্গে যে সামান্য ভুল-বোঝাবুঝি হয়েছিল তার অবসান হলো। মধ্যস্থতা হিসাবে ছিলেন ডিবি প্রধান হারুন ভাই এবং বন্ধু চলচ্চিত্র নায়ক জায়েদ খান।’

‘তাই আমি সবাইকে বলব, আসুন আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের সকল প্রকার সমস্যা সমাধানের জন্য আলোচনা করে একটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণমূলক সুন্দর একটি জাতীয় সংসদ নির্বাচন উপহার দেই দেশ ও জাতিকে। আল্লাহপাক সবাইকে হেফাজত করুন, আমিন।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top