মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


৫-৭ বছর পর বিয়ের তারিখ বলবেন দীঘি


প্রকাশিত:
৫ জুন ২০২৩ ০২:১০

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১৬:৪১

ফাইল ছবি

নতুন দিনের মেধাবী অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় আগমন করলেও এখন পুরোদস্তুর নায়িকা। স্বভাবতই নায়িকাদের প্রেম-বিয়ে নিয়ে জানতে অনুরাগীদের আগ্রহের কমতি থাকে না। তাই তো দেখা হতেই বিয়ে প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের মুখে পড়েন তিনি।

গত শুক্রবার (২ জুন) রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী ও মডেল-অভিনেতা আরেফিন জিলানী সাকিবের বিয়ের অনুষ্ঠানে হাজির হন দীঘি।

এদিন নিজের বিয়ে প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দীঘি বলেন, ‘এটা আমাকে আমার মনে হয়, ৫-৭ বছর পরে জিজ্ঞেস করলে একটা ডেট বলতে পারব। আপাতত বলতে পারছি না।’

তিনি যোগ করেন, ‘সাধারণত বিয়েতে একটু সাজগোজ করতে হয়। সব সময় শুটিংয়ের জন্য সাজি, আজ একান্ত নিজের জন্যই সেজেছি। তবে বউ সাজাটা বেশ আনন্দের। যেভাবেই বউ সাজানো হোক না কেন, কেউ যদি সেজে বলে আমি বউ—এটা বললেই মনে হয় সুন্দর লাগে।’

এ সময় দীঘি জানান, অনেক দিন পর কোনো বিয়ের দাওয়াতে এসেছি। অনেকের সঙ্গেই দেখা হলো, বেশ ভালো লাগছে। নবদম্পতির জন্য অনেক অনেক শুভকামনা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top