প্রিয়াঙ্কার ওপর দোষ চাপালেন চাচাতো বোন মীরা
প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২১ ১৭:১৮
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৭:১০

বছর জুড়েই আলোচনায় থাকেন বলিউডের তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আর থাকবেই না কেন, তার মতো তারকার আলোচনায় থাকাটাই স্বাভাবিক। তবে এদিক থেকে অনেকটাই পিছিয়ে তার চাচাতো বোন মীরা চোপড়া। বলিউডে এখনো নিজের অবস্থান গড়তে পারেননি মীরা।
এক সাক্ষাৎকারে মীরা বলেন, ‘বলিউডে প্রিয়াঙ্কা চোপড়ার জন্য কোনো কাজ পাইনি। আমাদের পরিবার থেকে প্রিয়াঙ্কাই সবসময় সব সুযোগ সুবিধা পেয়েছে। দর্শক ওকেই গুরুত্ব দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘যখন বলিউডে কাজ করব বলে ঠিক করি, তখন প্রিয়াঙ্কা চোপড়ার বোন হিসেবে আলাদা সাড়া পেয়েছিলাম। কিন্তু পরে প্রিয়াঙ্কার জন্যই কোনো কাজ পাইনি। আমি তার বোন বলেই কোনো প্রযোজক আমাকে সিনেমায় নিতে চায়নি। তাই প্রিয়াঙ্কার বোন হওয়ায় অভিনয় ক্যারিয়ারে বিশেষ কোনো সুবিধা পাইনি।’
প্রসঙ্গত, তামিল ভাষার ‘আনবে আরুইরে’ সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন মীরা। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করলেও বলিউডে খুব বেশি সুযোগ পাননি তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: