বুধবার, ৯ই এপ্রিল ২০২৫, ২৫শে চৈত্র ১৪৩১


কমে গেল ‘জওয়ান’-এর আয়


প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৩ ০০:৪৭

আপডেট:
৯ এপ্রিল ২০২৫ ০৩:২৫

 ফাইল ছবি

সোমবার (১১ সেপ্টেম্বর) এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দী দেশ ভারত ও পাকিস্তান। স্বাভাবিক ভাবেই এই ম্যাচকে ঘিরে দুই দেশেই উত্তাপ বিরাজ করে। যার প্রভাব পরেছিল সিনেমা হলেও!

শুনতে একটু অবাক লাগলেও তেমন কিছুই ঘটেছে। গত (৭ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’।

মুক্তির পরই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে সিনেমাটি। একের পর এক রেকর্ড ভাঙছে, গড়ছে। ইতোমধ্যেই আয় করে নিয়েছে ৫০০ কোটি রুপিরও বেশি অর্থ।

বৃহস্পতিবার সিনেমাটি মুক্তির পর মাত্র ৪ দিনেই বক্স অফিস কালেকশন ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে ‘জওয়ান’-এর। রোববারও ভারতে তিনটি ভাষায় আয় করেছে ৮০ কোটি রুপি। এর মধ্যে হিন্দি ভাষায় ৭১ কোটি, তামিল ও তেলেগুতে ৯ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

তবে সোমবার কমে গেছে ‘জওয়ান’-এর আয়। ভারতজুড়ে হিন্দি ভাষায় এদিন সিনেমাটি আয় করেছে ৩০ কোটি ৫০ লাখ। তামিল ও তেলেগু সংস্করণে আয় প্রায় আড়াই কোটি। সর্বমোট মুক্তির পঞ্চম দিয়ে ‘জওয়ান’-এর ভারতব্যাপী বক্স অফিস কালেকশন দাড়িয়েছে ৩৩ কোটি।

রোববারের তুলনায় যেই আয়ের পরিমাণ প্রায় ৪৭ কোটি রুপি কম। বিশ্লেষকরা মনে করছেন, রোববার সাপ্তাহিক ছুটির দিন থাকায় স্বাভাবিকভাবেই সেদিন প্রেক্ষাগৃহে বেশি হাজির হতে পেরেছেন দর্শকরা। ফলে আয়ের পরিমাণও বেশি ছিল। আর সোমবার বন্ধের পরের দিন হওয়ায়, একইসঙ্গে ভারত-পাকিস্তান ম্যাচ থাকায় সেই প্রভাব পড়েছে সিনেমা হলে। যার ফলে আয়ের পরিমাণ একটু কমে গেছে।

তবে তারা এটাও মনে করছেন, ‘জওয়ান’ এর আয় খুব শীঘ্রই তলানীতে যাচ্ছে না। এই আয়ের পরিমাণ বাড়বেই। ইতোমধ্যেই ভারতব্যাপী ৩২০ কোটি রুপির বক্স অফিস কালেকশন হয়েছে শাহরুখের সিনেমার। বিশ্বব্যাপী প্রায় ৬০০ কোটি রুপি ছুঁয়ে ফেলেছে।

সর্বশেষ পাঠান সিনেমা বিশ্বজুড়ে ১১০০ কোটি রুপি আয় করেছিল। ‘জওয়ান’ এখন সে পথেই ছুঁটছে। ধারণা করা হচ্ছে, মুক্তির দ্বিতীয় সপ্তাহেই হয়তো পাঠানের আয়কে ধরে ফেলবে ‘জওয়ান’।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top