ফিলিস্তিনকে সমর্থন করায় জিজি হাদিদকে হত্যার হুমকি
প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৩ ১০:৫০
আপডেট:
১৯ আগস্ট ২০২৫ ১৬:২০

ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন করে বেশ বিপাকে পড়েছেন মার্কিন সুপার মডেল জিজি হাদিদ। মানুষজনের কটাক্ষ সহ্য করার পাশাপাশি পেতে হয়েছে একের পর এক হত্যার হুমকি। তা এতটাই পীড়াদায়ক ছিল যে বাধ্য হয়ে ফোন নম্বর বদলাতে হলো জিজিকে। খবর টিএমজেড।
ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ শুরু হওয়ার পর সামাজিক মাধ্যমে ফিলিস্তিনকে সমর্থন জানান জিজি। নিজের ইনস্টাগ্রামে তিনি লেখেন, এই হামলায় যেভাবে ফিলিস্তিনের সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা মারা যাচ্ছে, তা আমাকে গভীরভাবে শোকাহত করেছে।
এদিকে নেটমাধ্যমে নিজের মত প্রকাশের পর থেকেই জিজিকে নিয়ে শুরু হয় কটাক্ষ। ইসরায়েল সরকারের পক্ষ থেকেও হতাশা প্রকাশ করা হয়। সেইসঙ্গে আসতে থাকে হত্যার হুমকি।
জিজি আরও বিপাকে পড়েন ইন্টারনেটে তার ফোন নম্বর ফাঁস হয়ে যাওয়ায়। নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে তার পাশাপাশি পরিবারের অন্য সদস্যরাও নিজেদের ফোন নম্বর বদলে নেন।
আপনার মূল্যবান মতামত দিন: