সোমবার, ৭ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১


দীপাবলিতে সামান্থার এ কেমন সাজ!


প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২৩ ১৫:২৫

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ০১:১৮

ছবি সংগৃহীত

দীপাবলিতে সব তারকারা যখন নতুন পোশাক ও গয়নায় সেজে পার্টি করছেন। তখন দক্ষিণী সিনেমার নায়িকা সামান্থা রুথ প্রভু কী করছেন? এ কেমন সাজ অভিনেত্রীর!

সেই ছবি সামাজিক মাধ্যমে আসতেই বিস্ময়ে অনুরাগীরা। প্রিয় নায়িকা কোথায় গিয়ে এমন কাণ্ড ঘটালেন?

সমান্থা এক বার্তায় জানিয়েছেন, তিনি ভূটানের থিম্পুতে আছেন। সেখানে ছুটি কাটাচ্ছেন। সঙ্গে অবশ্য বান্ধবীরা আছেন। কিন্তু বাথরুমে তিনি একা। যে প্রথম সারির হোটেলে উঠেছেন সেখানকার গোসলের ঘর অত্যন্ত বিলাসবহুল।

কাঠের সেই ঘরের জানলার ঠিক উল্টোদিকে উন্মুক্ত প্রকৃতি। দূরে আছে পর্বতশ্রেণি। তার কোলে পাইন, ফারের জঙ্গল। আর সুন্দর সুন্দর কাঠের বাড়ি। সেই দৃশ্য উপভোগ করতে করতে বাথটাবে আধশোয়া তিনি। ফেনায় ঢেকেছে সারা শরীর। বই হাতে সমান্থা কখনও প্রকৃতির রূপে মগ্ন। কখনও ডুব দিয়েছেন বইয়ের পাতায়। তার একান্ত ব্যক্তিগত মুহূর্তও যে দারুণ রোমান্টিক, ছবি দেখেই বুঝেছেন সবাই।

এদিকে দ্বিতীয় ছবিতে সাদা বাথরোবে আরও আকর্ষণীয় এ নায়িকা। স্বচ্ছ, কালো সরু বর্ডারের পোশাকটি আলতো করে জড়িয়ে আছে তাকে। নায়িকা দুহাত মেলে যেন পাখি হয়ে উড়ে যেতে চেয়েছেন।

এদিকে অসুস্থতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছেন সামান্থা। আপাতত নিজ শহর থেকে সরে প্রকৃতির কাছে নিজেকে সঁপে দিয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top