সোমবার, ৭ই এপ্রিল ২০২৫, ২৪শে চৈত্র ১৪৩১


৫ দিনে ১৮৩ কোটি রুপি আয় করল সালমানের ‘রাধে’


প্রকাশিত:
২৩ মে ২০২১ ২২:৩৫

আপডেট:
২৩ মে ২০২১ ২২:৪০

‘রাধে’ সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

‘রাধে’ সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

সালমান খান অভিনীত ঈদের সিনেমা ‘রাধে’ মুক্তি পেয়েছে গত ১৩ মে। ছবিটি ওটিটি (ওভার দ্য টপ) প্লাটফর্ম ও দেশের বাইরে সিনেমা হলে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম পাঁচ দিনে ছবিটির মোট বক্স অফিস আয় হয়েছে প্রায় ১৮৩ কোটি রুপি। সপ্তাহ শেষে তা আড়াই কোটি রুপি ছাড়াতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওটিটির পাশাপাশি ‘রাধে’ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মুক্তি পেয়েছে।

প্রথম দিনেই ৪২ লাখ ভিউয়ারের রেকর্ড গড়েছিল প্রভু দেবা পরিচালিত ‘রাধে’। এ ছাড়াও, ছবিটি মুক্তির দিন ১০ লাখের বেশি ইউজ়ার এক সঙ্গে জ়িফাইভে লগ ইন করার চেষ্টা করলে সার্ভার ক্র্যাশ করেছিল।

ওটিটি ও প্রেক্ষাগৃহ থেকে অর্থ আসলেও দর্শক-সমালোচকদের প্রশংসা পেতে ব্যর্থ হচ্ছে সিনেমাটি। মুক্তির পর পরই সিনেমাটি পাইরেসির কবলে পড়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ কারণে খেপেছেন ভাইজান সালমান খান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top