কমল খানের বিরুদ্ধে সালমানের মামলা
প্রকাশিত:
২৭ মে ২০২১ ২১:৩৫
আপডেট:
২৭ মে ২০২১ ২২:৩২

গেল ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘রাধে’ সিনেমাটি। মুক্তির পর বেশ ভালোই বিপাকে পড়েছেন এ অভিনেতা। সিনেমাটি খুব বেশি আশা পূরণ করতে পারেনি সালমান ভক্তদের। স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন তারা।
‘রাধে; ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি নিয়ে রিভিউ করেছিলেন অভিনেতা কমল আর খান। গত সোমবার (২৪ মে) করা রিভিউটি ছিল মূলত নেগেটিভ। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। বিষয়টি মানতে পারেননি বলিউড ভাইজান। অভিনেতার বিরুদ্ধে মানহানি মামলা করেছেন তিনি।
টুইট করে মামলার বিষয়টি জানিয়েছেন কমল খান নিজেই। লিখেছেন, রাধের রিভিউ করার জন্য আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সালমান।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সালমান খানের পক্ষে আইনি নোটিশ পাঠানো হয়েছে কমল আর খানকে। যত তাড়াতাড়ি সম্ভব মামলার শুনানি চায় ‘টিম সালমান’।
আপনার মূল্যবান মতামত দিন: