বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


‘হীরামাণ্ডি’র অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব সালমান খানের!


প্রকাশিত:
৯ মে ২০২৪ ১৭:২৭

আপডেট:
৯ জুলাই ২০২৫ ০১:৩৫

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সালমান খানের ক্যারিয়ারের মতোই দীর্ঘ তার প্রেমিকার তালিকা। সেই তালিকায় রয়েছেন ঐশ্বরিয়া রাই, সোমি আলী, ক্যাটরিনা কাইফসহ আরও অনেক লাস্যময়ী। কিন্তু কারও সঙ্গেই ভাইজানের সম্পর্ক পায়নি পূর্ণতা। ফলে আজও অবিবাহিত সালমান।

তবে এক অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সালমান। তিনি সঞ্জয় লীলা বনসালির ভাগনি শারমিন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান অভিনেত্রী।

তিনি বলেন, ”হাম দিল দে চুকে সনম ছবির সময় আমি খুবই ছোট ছিলাম। একদিন শুটিং ফ্লোরে মামার সঙ্গে গিয়েছিলাম। সেখানে সলমন আমাকে কাছে ডেকে নিয়ে বলেছিলেন, আমাকে বিয়ে করবে! আমি কিন্তু কিছু না বুঝেই বলেছিলাম। না তোমাকে বিয়ে করতে পারব না!” তবে বিষয়টি যে মজার ছলে বলেছিলেন সালমান তা শারমিনের কথায়ই স্পষ্ট।

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে শারমিন অভিনীত ওয়েব সিরিজ ‘হীরামাণ্ডি’। এর প্রচারণায় ঘাম ঝরাচ্ছেন তিনি। এরকম এক প্রচারণামূলক অনুষ্ঠানে এসে তথ্যটি দিয়েছেন শারমিন। সিরিজটিতে অভিনয় করে বেশ প্রশংসিত হচ্ছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top