সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


দেবের জয়ে কাকে খোঁচা দিলেন প্রেমিকা রুক্সিণী?


প্রকাশিত:
৫ জুন ২০২৪ ১২:৫২

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ২০:২২

ছবি- সংগৃহীত

পর্দায় খলনায়কের বিরুদ্ধে লড়তে দেখা গেলেও ভোটের মাঠে টলিউড সুপারস্টার দেব লড়ছেন আরেক নায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণের বিরুদ্ধে। নির্বাচনী আসন ঘাটাল থেকে এর আগে দুইবার লোকসভা নির্বাচনে জয় পেয়েছেন দেব। গতকাল ৫ জুন ভারতের জাতীয় নির্বাচনে হিরণকে বিপুল ভোটে হারিয়ে দান দান তিন দান সম্পন্ন করলেন দেব।

দেবের এই নির্বাচনে উচ্ছ্বসিত তার ভক্তকূল ও সহকর্মীরা। আর প্রেমিকা রুক্সিণী মৈত্রের তো আনন্দ আর ধরছে না। প্রেমিক জয়ের মালা পরতেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন নিজের অনুভূতি।

ইনস্টাগ্রামে অ্যানিম্যাটেড ছবি শেয়ার করেছেন রুক্মিণী। যেখানে এক হরিণের উপর বাঘকে ঝাঁপিয়ে পড়তে দেখা যাচ্ছে। এই এক পোস্টেই যেন হিরণকে চূড়ান্ত খোঁচা দিলেন অভিনেত্রী। তবে এরপর পাল্টে দিয়েছেন পোস্ট হরিণ-বাঘের সখ্যতার ছবি শেয়ার করে লিখেছেন, “ঠিক আছে…ঘৃণার থেকে ভালোবাসা বড়।”

১ লাখ ২০ হাজারেরও বেশি ভোটে হিরণকে হারিয়েছেন দেব (দীপক অধিকারী)। ৫২ শতাংশেরও বেশি ভোট পড়েছে তার বাক্সে। অন্যদিকে হিরণ ৪০ শতাংশের মতো ভোট পেয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top