শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


বেডরুমের গোপন তথ্য ফাঁস করলেন করণ জোহর


প্রকাশিত:
৬ জুলাই ২০২৪ ১৮:৩০

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০৫:৩১

ছবি- সংগৃহীত

বডি ডিসমর্ফিয়াতে ভুগছেন বলিউডের স্বনামধন্য পরিচালক করণ জোহর। সম্প্রতি নিজের এই রোগ নিয়ে একটি সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন তিনি। যেখানে করণ জানিয়েছেন, গত কয়েক বছরে কিছুই বদলায়নি। যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন এমন ব্যক্তিদের থেকেও সাহায্য চেয়েছেন তবুও সমস্যার সমাধান পাননি।

করণ বলেন, ‘আমার বডি ডিসমর্ফিয়া আছে। সুইমিংপুলে নামতে খুব অস্বস্তি হয়। এটা থেকে বের হওয়ার অনেক চেষ্টা করেছি, পারিনি।’

নির্মাতা বলেন, ‘নিজেকে সবসময়ই ওভারসাইজড পোশাকে দেখতে পছন্দ করি। এমনকি আমি যদি ওজনও কমাই তাহলেও মনে হয় মোটাই আছি। সেটা নিয়েই লড়াই করছি। সবসময় মনে হয় আমি মোটা। তাই কাউকে আমার শরীরের কোনো অংশ দেখাতে চাই না।’

এই নির্মাতা আরও বলেন, ‘আমার বয়স যখন ৮ তখন থেকে এটা শুরু হয়েছে। এখনও কিছু বদলায়নি। আমি সবসময় নিজেই নিজের শরীরের নিন্দা করি।’

করণ জোহর বলেন, ‘যেদিন তোমার নিজের মনে হবে তোমাকে দেখতে সুন্দর লাগছে সেদিন আর কিছুই ম্যাটার করবে না তোমার কাছে, তুমি কী অ্যাচিভ করেছ আর কী নয়। এমনকি অন্তরঙ্গ হওয়ার সময়ও আমি ঘরের আলো নিভিয়ে রাখি। এসবের জন্য থেরাপি করিয়েছি। কিন্তু কমেনি। ফলে মানসিক সমস্যাও তৈরি করেছে। আমি ওষুধ খেয়েছি প্যানিক অ্যাটাক হওয়ার পর।’

করণ জোহরের ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় শীঘ্রই মুক্তি পেতে চলেছে ব্যাড নিউজ। আগামী ১৯ জুলাই মুক্তি পাবে এই ছবিটি। সিনেমার প্রধান চরিত্রে থাকবেন ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top