শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


নারীবাদের ‘নিন্দা’র পর এবার কী বললেন নোরা ফতেহি


প্রকাশিত:
১ আগস্ট ২০২৪ ২০:০৭

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০৫:২৭

ছবি- সংগৃহীত

বলিউড অভিনেত্রী নোরা ফতেহি কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে নারীবাদ নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, নারীবাদের জন্যই সমাজ রসাতলে গিয়েছে। সেই প্রসঙ্গ নিয়ে ফের মুখ খুললেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক সাক্ষাৎকারে নোরা জানিয়েছিলেন, নারীবাদের জন্যই সমাজ রসাতলে গিয়েছে। কোনও নারী স্বেচ্ছায় বিয়ে করছেন না, সন্তানধারণ করছেন না  এই বিষয়টিকে সমালোচনা করেছিলেন নোরা। ফের সেই প্রসঙ্গে কথা বললেন অভিনেত্রী।

নোরার দাবি, তার কথার অর্থ কেউ বুঝতে পারেননি। যদিও নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।

সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে নোরা জানিয়েছেন, যারা সত্যি নারীবাদী তাদের উদ্দেশে তিনি এই মন্তব্য করেননি। অথবা যারা নারীদের অধিকার নিয়ে সোচ্চার, তাদের জন্যও এই মন্তব্য নয় বলে জানান নোরা।

অভিনেত্রী জানান, তার মন্তব্যের নিশানায় ছিল পশ্চিমের দেশগুলির ‘তথাকথিত নারীবাদ’। নোরা বলেন, ‘একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, এই সমস্যা ভারতের নয়। আমরা এখনও সংস্কৃতি ও মর্যাদার কদর করি। কিন্তু পশ্চিমের দেশে এমন বহু মানুষ আছেন, যারা মনে করেন একাই সব কিছু করা যায়।

এমনকি একাই সন্তানধারণ ও তার লালন পালন করা যায় বলে তারা মনে করেন। অবশ্যই সেটা করা যায়। কিন্তু এই বিষয়টিকে এত উৎসাহ দেওয়ার তো দরকার নেই। বরং বাবা, মা, সন্তান মিলে তৈরি পরিবারের কাঠামোকে উৎসাহ দেওয়া উচিত।’

নোরা জানান, নিজের অভিজ্ঞতা থেকেই এই মন্তব্য করেছেন তিনি। তার কথায়, ‘আমার পরিবারেও ডিভোর্স হয়েছে। আমার যখন ১০-১১ বছর বয়স, তখনই আমার বাবা-মায়ের ডিভোর্স হয়ে যায়। একাকী মা হওয়ার নেতিবাচক দিকগুলি আমি নিজের চোখে দেখেছি।’ তাই বাবা-মা দু’জনের ছত্রছায়ায় সন্তান বেড়ে উঠবে এমন পরিবার সমর্থন করেন তিনি।

নোরা তার পুরনো মন্তব্য নিয়ে বলেন, আমার মন্তব্যের সঠিক ব্যাখ্যা হয়নি। তবে আমি যদি সত্যিই কাউকে আঘাত করে থাকি, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু আমার উদ্দেশ্য সেটা ছিল না।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top