শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


বিয়ে করলেন আদিত্য-ইয়ামি


প্রকাশিত:
৬ জুন ২০২১ ২৩:৩২

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১২:৫১

আদিত্য-ইয়ামি। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র পরিচালক আদিত্য ধরকে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। তাদের এ সুখবরটি তারা নিজেরাই টুইটার বার্তায় জানিয়েছেন।

শুক্রবার (০৪ জুন) ইনস্টাগ্রামে তাদের বিয়ের ছবি প্রকাশ করে একটি যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘পরিবারের আশির্বাদে আমরা আজ বিয়ে করেছি। ভালোবাসা ও বন্ধুত্বের এই যাত্রায় আপনাদের শুভকামনা ও আশির্বাদ চাই’।

নতুন এ জুটিকে শুভেচ্ছা জানান অভিনেত্রী ভূমি পেডনেকর, দিয়া মির্জা, জ্যাকুলিন ফার্নান্দেজ, নেহা ধুপিয়াসহ আরও অনেক বলিউড তারকারা।

আদিত্য ধরের ২০১৯ সালে মুক্তিপাওয়া বহুল আলোচিত ‘উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতে ভারতীয় গোয়েন্দা বাহিনীর এক এজেন্টের চরিত্রে অভিনয় করেন ইয়ামি। ভারতের ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এ ছবিটির জন্য সেরা পরিচালকের পুরস্কার পান আদিত্য।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top