বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


সালমানের ক্ষমা চাওয়া উচিত : অনুপ জলোটা


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৪ ১২:৫১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:৪৮

ফাইল ছবি

বলিউডের ভাইজান সালমান খানকে একের পর এক হুমকির দিয়ে যাচ্ছে বিষ্ণোই গ্যাং। পরিবার থেকে কাছের মানুষেরা সকলেই অভিনেতাকে নিয়ে দুশ্চিন্তায়। শিল্পী অনুপ জলোটার একটি বক্তব্য নিয়ে এখন চলছে জোর চর্চা। যেখানে অভিনেতার নিরাপত্তায় কড়া ব্যবস্থা নিয়েছে পুলিশ।

ভজন শিল্পী বলেছেন, অভিনেতার ক্ষমা চাওয়া উচিত। সালমনকে আর কী পরামর্শ দিয়েছেন অনুপ জলোটা? ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অনুপ জলোটা সালমান খানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মতপ্রকাশ করেছেন। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দাবিতেও প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

সালমানকে ক্ষমা চাওয়ার অনুরোধ করে অনুপ জলোটা বলেন, ‘সালমানের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ যে তিনি মন্দিরে যান এবং তার নিরাপত্তা এবং পরিবারের ঘনিষ্ঠ বন্ধুদের নিরাপত্তার জন্য ক্ষমা চান। আমি নিশ্চিত তিনি তার ক্ষমা করবেন।’

কোন মন্দিরে গিয়ে পূজা দিলে বেঁচে যাবেন সালমান, জানিয়েছে বিষ্ণোইরা
অনুপ জলোটা আরও বলেন, ‘সালমানকে যেতে হবে এবং তারপর নিরাপদ জীবন-যাপন করা উচিত। বিষয়টি জটিল করার সময় নয়। হত্যা করুক বা না-ই করুক, সালমানের ক্ষমা চাওয়া উচিত। মারামারি করে কেউ কিছু করতে পারবে না।’

শেষে অনুপের ভাষ্য, ‘আমি শুধু বলতে চাই, কে খুন করল, কে করল না, সেটা ভেবে দেখার সময় এখন নয়। জনগণের বোঝা উচিত সালমানের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকিকেও লরেন্স গ্যাং হত্যা করেছেন বলে দায় স্বীকার করেছেন।’

উল্লেখ্য, মাস কয়েক আগেই সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। অভিনেতা জানিয়েছিলেন, তাকে এবং তার পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল। সেই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top