বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


রেখাকে কেন ‘মা’ ডাকেন ঐশ্বরিয়া


প্রকাশিত:
২ নভেম্বর ২০২৪ ১৬:৪৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:৪৬

ফাইল ছবি

বচ্চন পরিবারের ভাঙন এখন আর আড়ালে নেই। একটু একটু করে তা সামনে এসেছে। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদের জল্পনা বহুদিন ধরেই চলছে সোশ্যাল মিডিয়ায়।

যদিও এক্ষেত্রে অভিষেককে মাঝেমধ্যেই রসিকতা করতে দেখা যায়, তবে মুখে কুলুপ এঁটেছেন ঐশ্বরিয়া। বলি পাড়ার কানাঘুষো, অভিনেত্রী নিমরত কৌরকে নাকি মন দিয়ে বসেছেন অভিষেক। তাই এই দূরত্ব।

অন্যদিকে বচ্চন পরিবারের সঙ্গেও বনিবনা হচ্ছে না রাই সুন্দরীর। তাই মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা থাকছেন তিনি। এদিকে নেটিজেনদের একাংশ বচ্চন পরিবারের ভাঙনের পিছনে রেখাকে দায়ী করছেন।

এর কারণ হিসেবেও উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। শাশুড়ি জয়ার সামনেই রেখাকে 'মা' বলে সম্বোধন করেন ঐশ্বরিয়া। তা শুধু আড়ালে নয়, একেবারে সর্বসম্মুখে।

একসময় মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে পুরস্কৃত হওয়ার পর পরিবারের সকলের সামনে এমনকী সকল দর্শকের সামনে মঞ্চে থেকেই রেখাকে 'মা' ডাকেন ঐশ্বরিয়া। বহুবার রেখা-ঐশ্বরিয়ার মিষ্টি সম্পর্ক নজর কেড়েছে।

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ২০১৮ সালে 'ফেমিনা' ম্যাগাজিনের একটি লেখা। যেটি ছিল ঐশ্বরিয়াকে উদ্যেশ্য করে লেখা রেখার একটি চিঠি। যেই চিঠিতে রেখা নিজেকে 'রেখা মা' বলেই উল্লেখ করেছিলেন।

চিঠিতে লেখা ছিল, ‘আমার অ্যাশ, তোমাযকে যত দেখি তত মনে হয় তুমি এক প্রবাহিত নদীর মতো। যে কোনওদিন থামে না। নিজেকে প্রমাণ করার জন্য তোমার লড়াইকে কুর্ণিশ। আমি জানি জীবনের পথে এগিয়ে যেতে তোমাকে শত বাধা পেরোতে হয়েছে। তবুও হার মানোনি। ফিনিক্স পাখির মতো জেগে উঠেছ। আমি গর্বিত তোমার জন্য। আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকবে। ইতি রেখা মা।’

বচ্চন পরিবারের সঙ্গে বিশেষ করে অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার প্রেম, সম্পর্ক, গোপনে বিয়ের গুঞ্জন দীর্ঘদিনের। অমিতাভের নামেই মাথায় সিঁদুর দেন অভিনেত্রী, তেমনটাও শোনা গেছে।

সেসব আলোচনায় যেন ঘি ঢেলে দেয় ঐশ্বরিয়া-রেখার সম্পর্কের সমীকরণ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top