বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


আমির অত্যন্ত কর্মব্যস্ত, যা করার আমিই করি : কিরণ রাও


প্রকাশিত:
৩ নভেম্বর ২০২৪ ১৪:৪৫

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:৪১

ফাইল ছবি

বিচ্ছেদের পর থেকেই ছেলে আজাদ রাও খানের কো-প্যারেন্টিং করছেন আমির খান ও কিরণ রাও। এবার ছেলের সঙ্গে সম্পর্ক এবং তাকে সুশিক্ষায় শিক্ষিত করার পিছনে স্বামী-স্ত্রী দুজনের ভূমিকাই অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন কিরণ রাও।

সম্প্রতি কারিনা কাপুরের সঙ্গে একটি শো-তে বিস্তর কথাবার্তা হয় কিরণের। সেখানে তিনি বলেন, ‘আমির অত্যন্ত কর্মব্যস্ত একজন মানুষ। সত্যি বলতে যখন আমরা বিয়ে করি তখন থেকেই ও এমন। সন্তানকে ঠিকভাবে মানুষ করার জন্য কিছু পদ্ধতি মেনে চললেই বিষয়টি অত্যন্ত সহজ।’

কিরণ পরিষ্কার জানিয়েছেন, ‘আমার একটাই অভিযোগ আমির স্কুলের সম্পর্কে কিছুই জানে না। আমি মনে করি এটা ওরই সমস্যা।’ এরপর বলেন, ‘আমি মনে করি আমিরও বিষয়টি বোঝে। যখন বিয়ের পর আমাদের দুজনের সংসার ছিল, তখন সমস্যা হত না। কিন্তু আজাদের জন্মের পর পরিস্থিতি অনেকটাই আলাদা। সেখানে অনেক দায়িত্ব ও কর্তব্য এসে পড়ে।’

ছেলের বিষয়ে কিরণের ভাষ্য, ‘আমিও চাইলে আজাদকে ছেড়ে চলে যেতে পারি। কিন্তু ওকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না। গল্প থেকে খুনশুটি, সবকিছুই চলে আমাদের। এমনকি আমার কোনও কারণে মন খারাপ থাকলেও ছেলেকে জানাই।’

প্রসঙ্গত, ২০০২ সালে আমির তার প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। তারপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়েও করেন আমির। ‘লাগান’ ছবির শুটিং ফ্লোরে কিরণ রাওয়ের সঙ্গে আমিরের পরিচয়। এই ছবিতে কিরণ রাও ছিলেন সহপরিচালক। ২০১১ সালে সারোগেসির পর আমির-কিরণের সংসারে আসে ছেলে আজাদ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top