বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


অনুরাগীর স্বপ্নপূরণ করলেন শাহরুখ


প্রকাশিত:
৪ নভেম্বর ২০২৪ ১৭:৪৩

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:৪৩

ফাইল ছবি

বলিউড কিং শাহরুখের সঙ্গে দেখা করবেন বলে মুম্বাইয়ে ‘মান্নাত’ এর সামনে অপেক্ষা করছিলেন ঝাড়খণ্ডের এক যুবক। এক-দুই দিন নয়, টানা ৯৫ দিন শাহরুখের বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন সেই ভক্ত। আশা, একবার প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করবেন তিনি।

অনেকেই ভেবেছিলেন, শাহরুখের বাসার বাইরে অপেক্ষা করা সেই ভক্তের আশা আর বুঝি পূরণ হবে না। কিন্তু সেই অনুরাগীর স্বপ্নপূরণ করলেন শাহরুখ। তার সঙ্গে দেখা তো করলেনই, পাশাপাশি একসঙ্গে ছবিও তুলেছেন অভিনেতা। সেই ছবি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল।

সূত্রের খবর, ওই অনুরাগী ঝাড়খণ্ডে নিজের প্রতিষ্ঠান বন্ধ করে সোজা পাড়ি জমান শাহরুখের বাসার নিচে। তারপর শুরু হয় অপেক্ষার পালা। টানা ৯৫ দিন অবস্থান করেন সেখানে।

যদিও সামাজিক মাধ্যমে এ ঘটনার বহু ভিডিও ও ছবি প্রকাশ হয়েছে। তাতে দেখা গেছে সেই অনুরাগী কতটা অক্লান্ত পরিশ্রমে চেষ্টা করেছেন শাহরুখকে দেখার জন্য। হাতে একটা পোস্টার নিয়ে একেকটা দিন অতিক্রান্ত হয়েছে।

গত ২ নভেম্বর ছিল শাহরুখের জন্মদিন। এরপর একাধিক সংবাদমাধ্যমে ওই ব্যক্তির খবর ছড়িয়ে পড়ে। তার পরেই নড়েচড়ে বসে শাহরুখের টিম।

অনুরাগীদের অনুরোধ রাখতে সব সময়ই যথাসাধ্য চেষ্টা করেন শাহরুখ। এবারও খবর পেয়ে চুপ থাকেনন বলিউড বাদশাহ। মান্নাতের বাইরে অপেক্ষা করা সেই ভক্তকে ভেতরে ডেকে নেন কিং খান। তার সঙ্গে ছবিও তোলেন। সেই ছবি দেখেই শাহরুখের প্রশংসা করেছেন তার ভক্তরা। তাদের একাংশের দাবি, শাহরুখ কখনওই তার অনুরাগীদের কষ্ট দিতে চান না। ঝাড়খণ্ডের অনুরাগীর সঙ্গে দেখা করে আরও একবার সেই বার্তাই দিলেন নায়ক।

সূত্র : আনন্দবাজার



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top