বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


আলিয়ার মেয়ের জন্মদিনে যেভাবে মিলে গেল বলিউড-ঢালিউড


প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৪ ১৩:০০

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:৪২

ফাইল ছবি

প্রথম জন্মদিনে মনের সুখে দু’হাতে কেক চটকেছিল বলিউড দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটের কন্যা রাহা কাপুর। এরপর কেটে গেল এক বছর। দ্বিতীয় বছরেও রণবীর-আলিয়ার জন্মদিনের আয়োজন মেয়েকে নিয়ে। বেশ জাঁকজমকভাবেই উদযাপন করা হলো একরত্তির জন্মদিন। এবার রাহার জন্মদিনে শোভা পায় ভিন্ন আবহ; একইসঙ্গে তারকা দম্পতির এই ভাবনাতে লাগে ঢালিউডের ছোঁয়া।

কারণ, মাস কয়েক আগে ঢাকাই চিত্রনায়িকা পরীমণির ছেলে পূণ্যের জন্মদিনের আয়োজন করা হয়। ছেলের জন্মদিন ঘিরে আয়োজনে কোনো কমতি রাখেননি পরীমণি। ঘরোয়াভাবেই নিজের পছন্দের মানুষদের নিয়ে পূণ্যর জন্মদিন পালন করেছিলেন নায়িকা। সেদিন ছেলের জন্মদিনের থিম ছিল সুন্দরবন। বনের সাজে সেজে উঠেছিল জন্মদিন প্রাঙ্গণ।

ঠিক একইভাবে অনেকটা মিলে যায় রণবীর-আলিয়ার মেয়ের জন্মদিনের থিমেও! পরীর ছেলের জন্মদিনের কেকের মতো আলিয়া কন্যার জন্মদিনে কয়েক থাকের কেক। খরগোশ, ভাল্লুক, গাছপালা দিয়ে সাজানো চারপাশ। গায়ে রাহার উদ্দেশে লেখা, “শুভ জন্মদিন”। একই থিমে সাজানো জন্মদিন উদযাপনের জায়গাটিও। সেখানে ভাল্লুক, বাঁদরছানা, হাতির বড় বড় কাটআউট রাখা।

এদিন রাহার জন্মদিনে খ্যাতনামীদের ছড়াছড়ি হয়েছিল। এসেছিলেন সোনি রাজদান, পূজা ভাট, সাহিন। কাপুর খানদান থেকে কারিশ্মা, কারিনা, তাদের ছেলেমেয়েরাও ছিলেন। হল্টার নেক গাউনে নিজেকে সাজিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন নীনা গুপ্তাও।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top