শনিবার, ২৫শে জানুয়ারী ২০২৫, ১২ই মাঘ ১৪৩১


সিনেমা থেকে অবসরের সিদ্ধান্ত আমিরের, কেঁদে ভাসান কিরণ


প্রকাশিত:
১২ নভেম্বর ২০২৪ ১৮:৫১

আপডেট:
২৫ জানুয়ারী ২০২৫ ২২:১০

ফাইল ছবি

কিরণ রাও এবং আমির খান, শুরু থেকেই যেন ছকভাঙা। তাদের বিয়ে টেকেনি, বিচ্ছেদ হয়েছে। তবুও সম্পর্ক ভাঙেনি। একে অপরের হাত ছাড়েননি, এক পরিবার হয়েই পাশাপাশি থেকে গেছেন। বিচ্ছেদ যেন আরও মজবুত করেছে তাদের সম্পর্ককে।

বিচ্ছেদ মানেই শেষ, এই সংজ্ঞাই যেন বদলে দিয়েছেন এই জুটি। কিরণ তার ছবি ‘লাপতা লেডিজ’-এর জন্য সাফল্য পেয়েছেন। কিন্তু প্রযোজনার দায়িত্ব ছিল আমিরের কাঁধেই।

যেই সময় এমন প্রশংসা ও সাফল্য পেলেন কিরণ, সেই সময়ই অভিনয় থেকে অবসর নিতে চেয়েছিলেন আমির। তবে কিরণই সেই ব্যক্তি যার চোখের জল দেখে সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না অভিনেতা।

ক্যারিয়ারের নিরিখে গত কয়েক বছর সময়টা ভালো কাটেনি বলিউড অভিনেতা আমির খানের। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ‘ঠগ্‌স অফ হিন্দুস্তান’। তারপরে একই রকমের ভরাডুবির সম্মুখীন হয় ‘লাল সিংহ চড্ডা’।

জনপ্রিয় হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে তৈরি আমির খানের ছবি মন ভরাতে পারেনি দর্শক ও সমালোচকের। ‘লাল সিংহ চড্ডা’র ব্যর্থতার পরে প্রায় এক বছর প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন আমির। অভিনয় থেকেও অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ভেবেছিলেন, ছেলে মেয়ে ও পরিবার নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবেন। অভিনেতার মনে হয়েছিল, সিনেমা তাকে হতাশ করেছে। তাই আর পর্দায় ফিরবেন না।

কিরণ বুঝেছিলেন, সিনেমা-পাগল মানুষটা যখন অভিমানে মুখ ফিরিয়ে নিলেন, সেটা অন্তরের যন্ত্রণা থেকেই।

আমিরের কথায়, ‘একদিন আমরা দুজনে বসে আছি হঠাৎ কাঁদতে শুরু করল কিরণ। আমার হাতটা ধরে বলল, ‘তুমি নিজের এই সিদ্ধান্তে অনড় থেকো না। কারণ সিনেমাকেই তুমি সবচেয়ে বেশি ভালবাসো। কাজে ফেরো’।

ব্যস কিরণের কথা আর ফেলতে পারলেন না। প্রস্তুতি শুরু করেছেন বড় পর্দায় ফেরার।

তবে কিরণ একা নন, মেয়ে ইরা খানও বুঝিয়েছেন বাবাকে। তার মতে, বাবা নাকি সারাক্ষণ বাড়ি থাকলে তারা শান্তিতে থাকতে পারবেন না। সেই কারণে কাজে ফেরারই ভালো। বড় ছেলে জুনাইদও বাবাকে সাহায্য করেছেন বলেই জানান অভিনেতা।

অভিনয়ে একের পর এক ব্যর্থতার পরে আপাতত নিজের প্রযোজনা সংস্থায় মন দিতে চান আমির। স্প্যানিশ ড্রামা ‘ক্যাম্পিওনেস’ অবলম্বনে হিন্দিতে ‘চ্যাম্পিয়নস’ ছবি বানানোর জন্য ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছেন তিনি। ছবিতে অভিনয় করতে চলেছেন ফারহান আখতার। এছাড়াও শাহরুখ খানের ‘পাঠান ২’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে আমিরকে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top