বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


মায়ের কাছে গোপন তথ্য ফাঁস করলেন অনুপম খের


প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২৪ ১৩:২২

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:৪৩

ফাইল ছবি

কপালে বলিরেখা, মাথায় সাদা চুল, গোঁফ পুরো পেকে গেছে। সম্প্রতি এমনই এক লুকে ধরা দিয়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা অনুপম খের। সদ্য মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘বিজয় ৬৯’।

সিনেমায় তার অভিনয় দেখে মুগ্ধ দর্শকরা। পাশাপাশি খুশি অভিনেতার মাও, দিলেন দরাজ সার্টিফিকেট। আনন্দিত হয়ে অনুপম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি মায়ের কাছে গোপন তথ্য ফাঁস করেছেন।

ভিডিওতে বলতে শোনা যায়, ‘এই ছবি সকলের দেখা উচিত। কারণ অনেকেই মনে করেন বয়স হয়ে গেলে সেই সংশ্লিষ্ট ব্যক্তি আর কিছুই করতে পারবেন না। কিন্তু তেমনটা যে নয় সেই কথাই বলছে এই ছবি।’

তখন অনুপম নিজেই খোলাসা করেছেন যে তিনি সাইকেল চালাতে আগে পারতেন না দু’বছর আগেই শিখেছেন। সেই সঙ্গে অভিনেতা বলেন, ‘এই ছবির শুটিং করতে গিয়েই আমার কাঁধ ভেঙে গিয়েছিল।’ ছেলের মুখে একথা শুনে রীতিমতো অবাক হয়েছেন অভিনেতার মা।

সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অনুপম বলেন, ‘আমার বয়স তখন মাত্র ২৮ বছর ছিল, যখন আমি অভিনয় শুরু করেছিলাম। তখন মানুষ আমায় চিনত না। আমি এক বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছিলাম। সকলে মনে করেছিলেন পর্দার ব্যক্তি সত্যি একজন বৃদ্ধ।’

অভিনেতার ভাষ্য, ‘একইভাবে যদি আপনি ‘বিজয় ৬৯’ দেখেন, সেখানে আমাকে দেখা যাবে না। এটাই আমার কাছে প্রাপ্য। কারণ, এখানে আমি ৬৯ বছরের এক বৃদ্ধের চরিত্রে ২৮ বছরের এনার্জি উজার করে দিয়েছি।’

প্রসঙ্গত, মাত্র ২৮ বছর বয়সে এক বৃদ্ধের চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেন অনুপম। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ৪০ বছরে ৫৪০টি ছবি করে ফেলেছেন তিনি। সম্প্রতি সারাংশের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে অনুপমকে এক বিশেষ উপহার দিয়েছেন মহেশ ভাট।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top