বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


শুধু গানই নয়, নেচেও মঞ্চ মাতালেন অরিজিৎ


প্রকাশিত:
২১ নভেম্বর ২০২৪ ১৮:০৫

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:৪১

ফাইল ছবি

উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। হিন্দি কিংবা বাংলা, উভয় সিনেমার গানেই তিনি অবিস্মরণীয় সাফল্য লাভ করেছেন। পশ্চিমবঙ্গের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে জয় করেছেন বলিউড, অতঃপর উপমহাদেশ।

এ সংগীতশিল্পী যে দারুণ গায়ক, তা আর নতুন করে বলার কিছু নেই। তবে গানের পাশাপাশি তিনি যে দারুণ নাচতেও পারেন তা ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নিটিজেনদের জানা ছিল না।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অরিজিতের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, মঞ্চে জওয়ান ছবির ‘ছলিয়া’ গানটি গাইছেন তিনি। তবে হঠাৎ গানের মাঝে শাহরুখের কায়দায় নাচতে শুরু করবেন অরিজিৎ, যা কেউ কখনও কল্পনাও করতে পারেননি।

মঞ্চে যখন শাহরুখের স্টেপে নাচলেন অরিজিৎ, তখন দর্শকমহলে হইচই শুরু হয়ে গেছে। এই ভিডিওই এখন নেটপাড়ায় ভাইরাল। চলছে দর্শকমহলে এই নিয়ে আলোচনা-সমালোচনা।

শুধু এই ভিডিও নয় এর আগেও অরিজিতের অনেক ভিডিও ভাইরাল হয়েছে। যেমন, সম্প্রতি লন্ডনে একের পর কনসার্ট করেছেন অরিজিৎ সিং। মাঝে মধ্যে সেই কনসার্টের ভিডিও ভাইরাল হচ্ছে সোশাল মিডিয়ায়। এবার বার্মিংহামে কনসার্টের অরিজিতের যে ভিডিওটি ভাইরাল হয়েছে।

সেখানে দেখা গেছে, তার গানের মাঝেই এক ভক্ত নানারকম অঙ্গভঙ্গি করতে থাকেন। ভক্তর এমন অবস্থা দেখে প্রথমে বিরক্ত হন অরিজিৎ। তারপর হঠাৎই হাতের ইশারায় অরিজিৎ যেন বলে উঠলেন, চুপচাপ বসে যাও, নাহলে মার খাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top