বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


মেয়ে সব থেকে বেশি বকে : মিঠুন চক্রবর্তী


প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২৪ ১০:৫৫

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:৪৩

ফাইল ছবি

মুক্তির অপেক্ষায় রাজ চক্রবর্তী পরিচালিত টালিউড ছবি ‘সন্তান’। বাবা-ছেলের সম্পর্কের টানাপোড়েনই এই ছবির মূল উপজীব্য। যেখানে বাবার চরিত্রে দেখা যাবে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। ছেলের ভূমিকায় টালিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ইতোমধ্যে বাবা-ছেলের দ্বৈরথের ঝলক প্রকাশ্যে এসেছে।

গত পূজায় মুক্তি পেয়েছিল মিঠুনের ‘শাস্ত্রী’। তার দুই মাসের ব্যবধানে নতুন ছবি ‘সন্তান’ নিয়ে আসছেন অভিনেতা। প্রথমবার রাজের পরিচালনায় বড়পর্দায় মিঠুন। এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন বর্ষীয়ান এই অভিনেতা। সেখানে আক্ষেপের সুরে জানান, বয়স্করা দিন দিন একা হয়ে যাচ্ছে তথা আমাদের কাছে বাবা-মা ‘বোঝা’ হয়ে গেছে।

তবে ব্যক্তিগত জীবনে আত্মবিশ্বাসী চার সন্তানের বাবা মিঠুন চক্রবর্তী। তিন পুত্র (মিমো, উষ্মে, নমশি) সন্তানের বাবা-মা মিঠুন-যোগিতা দম্পতি। সঙ্গে রয়েছে তাদের দত্তক কন্যা দিশানি, যিনি মিঠুনের নয়নের মণ।

এক পর্যায়ে সন্তানদের নিয়ে কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন অভিনেতা। বলেন, ‘আমার ছেলেমেয়েদের ছোট থেকে মূল্যবোধ শিখিয়ে বড় করেছি। এখনও কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা একসঙ্গে আলোচনা করি। ভুল-ঠিক দুটিই হয়েছে। তবে আমার মনে এই ভাবনা আসেনি যে ছেলেটা বোধহয় মূল্যবোধ ভুলে গেছে। কিংবা ছেলে ভাববে মিঠুন চক্রবর্তী ইজ নো-বডি, পিঙ্কি (যোগিতা) চক্রবর্তী ইজ নোবডি, আই অ্যাম অল ইন অল। কেউ সেই মনোভাব দেখায় না। আশা করি, ভগবান সেই দিনটা না দেখাক।’

মিমো আর নমশির পাশাপাশি তার মেজো ছেলে উষ্মেও তাকে আগলে রাখেন। তবে অকপটে জানান, সবচেয়ে বেশি বকাবকি করে মেয়ে দিশানি। মিঠুন-পুত্র উষ্মে এখন আমেরিকার বাসিন্দা। মেয়েও পড়াশোনার সূত্রে সেখানেই থাকে।

কিছুদিন আগে হাতে চোট পেয়েছিলেন অভিনেতা। দাদাসাহেব ফালকে পুরস্কার নিতে গিয়ে অসুস্থ মিঠুনকে দেখে খানিক ঘাবড়ে গিয়েছিল ভক্তরা। অভিনেতা জানিয়েছেন, তার হাত ৭৫% সেরে উঠেছে। নিময়িত ফিজিওথেরাপি চলছে। তবে পুরোপুরি সুস্থ নন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top