বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


‘বলিউডে টিকে থাকতে গায়ের চামড়া মোটা করে নিয়েছি’


প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২৪ ১৮:৪১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:৪৬

ফাইল ছবি

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। বরাবরই নিজের স্ট্রাগল নিয়ে কোনও মন্তব্য করতে পিছপা হন না। এবারও তার ব্যতিক্রম হলো না। অভিনেত্রীকে অনেকেই উপদেশ দিয়েছিলেন নাচের মাধ্যমে বলিউডে পা না রাখার জন্য।

নোরা কাজকে সম্মান করেন। একাধিকবার তিনি জানিয়েছিলেন, কোনও কাজের সুযোগই তার কাছে ছোট নয়। প্রথম থেকেই নিজের কাজ নিয়ে যত্নশীল। যদিও কটাক্ষ সহ্য করতে শিখে গেছেন তিনি।

এক সাক্ষাৎকারে সম্প্রতি নোরা বলেন, ‘বলিউডে টিকে থাকতে গায়ের চামড়া মোটা করে নিয়েছি। এখন যে যাই বলেন, আমার গায়ে খুব একটা লাগে না।’ অভিনেত্রীর পিআর টিম তাকে জানিয়েছিল, তিনি যেন কোনও বড় অভিনেতাকে ডেট করেন। তাহলেই বলিউডে ভালো কাজের প্রস্তাব পাওয়া যায়।

কখনও প্ল্যাস্টিক সার্জারি, কখনও আবার বোল্ড লুক, নাচ, সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক বার ভাইরাল হয়েছেন। পাশাপাশি ট্রোলের শিকারও হয়েছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে বলিউডে প্রবেশ করেন নোরা ফাতেহি। এক দশকের ক্যারিয়ারে তিনি নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার প্রথম উল্লেখযোগ্য কাজ ছিল ২০১৫ সালে “রোত্তে হুয়ে আদমি” সিনেমায়। এরপর ২০১৮ সালে দিলবার গানে নেচে বেশ জনপ্রিয়তা পান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top