বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


মুকেশ খান্নাকে হুঁশিয়ারি সোনাক্ষীর


প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৪ ১১:৪১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:৪৯

ফাইল ছবি

২০১৯ সালে রামায়ণ সংক্রান্ত এক প্রশ্নের ভুল উত্তর দিয়েছিলেন সোনাক্ষী। সম্প্রতি সেই প্রসঙ্গ তুলে শত্রুঘ্ন সিনহাকে অপমান করেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা মুকেশ খান্না। এ ঘটনায় সোনাক্ষী সিনহা রাগান্বিত হয়ে মুকেশ খান্নাকে সতর্ক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ বিবৃতি দিয়ে এক পোস্ট করেছেন।

২০১৯ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শো-তে গিয়েছিলেন সোনাক্ষী। সেখানেই প্রশ্ন করা হয়, হনুমান কার জন্য সঞ্জীবনী নিয়ে গিয়েছিলেন? জবাবে প্রথমে সোনাক্ষী ও তার সহ-প্রতিযোগী বলেছিলেন সীতা। কিন্তু পরে লাইফলাইন ব্যবহার করে প্রশ্নের সঠিক উত্তর দিতে সমর্থ হন। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানকে সাক্ষাৎকার দিতে গিয়ে সেই প্রসঙ্গ নিয়ে মুকেশ জানান, এর জন্য শত্রুঘ্ন সিনহা দায়ী। তিনি মেয়ে সোনাক্ষীকে রামায়ণ জ্ঞান দিতে পারেননি।

মুকেশ খান্নার এই বক্তব্যের প্রেক্ষিতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সোনাক্ষী লিখেছেন, ‘প্রিয় মুকেশ খান্নাজি, আমি সম্প্রতি একটি বিবৃতিতে পড়লাম যে আপনি বলেছেন এটা আমার বাবার দোষ যে আমি অনেক বছর আগে একটি শোতে গিয়ে রামায়ণ সংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারিনি।’

‘প্রথমেই আপনাকে মনে করিয়ে দিই সেদিন হট সিটে দুইজন মহিলা বসেছিলেন যারা একই প্রশ্নের ঠিক উত্তর দিতে পারেনি, কিন্তু আপনি আমার নাম এবং শুধু আমার নাম নিয়ে কথা বলে গিয়েছেন, আর তার কারণ খুবই স্পষ্ট।’

তারপর বলেন, ‘হ্যাঁ আমি হয়ত সেদিন ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলেন, মানুষ তো ভুলে গিয়েছিলেন কার জন্য সঞ্জীবনী বুটি নিয়ে আসা হয়েছিল। কিন্তু আপনি তো স্বয়ং ভগবান রামের দেওয়া ক্ষমা করা ও ভুলে যাওয়ার শিক্ষা মনে রাখেননি।’

সোনাক্ষীর প্রশ্ন যদি রামচন্দ্র মন্থরা, কৈকেয়ী এবং সর্বোপরি রাবণকে ক্ষমা করতে পারেন তাহলে মুকেশ খান্না কেন পারেন না। এর পরবর্তী বক্তব্যেই আবার শত্রুঘ্ন কন্যা মনে করিয়ে দেন, মুকেশ খান্নার ক্ষমার তার কোনও প্রয়োজনই নেই। আর পরিবারের অপমান তিনি কোনোভাবেই মেনে নেবেন না।

নিজের বক্তব্যের শেষে অভিনেত্রী লেখেন, ‘পরেরবার যদি আমার বাবার দেওয়া মূল্যবোধ নিয়ে কিছু বলার সিদ্ধান্ত নেন, তাহলে অনুগ্রহ করে মনে রাখবেন সেই মূল্যবোধের জন্যই আমি শুধু এই কথাগুলো বলেছি অত্যন্ত সম্মানজনকভাবে। তাও আবার আপনি আমার লালনপালন নিয়ে প্রশ্ন তোলার পরে। আপনার সুস্থতা কামনা করি।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top