বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


জওয়ান পরিচালক অ্যাটলির চেহারা নিয়ে খোঁটা, বিপাকে কপিল শর্মা


প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৫

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:৪৬

ফাইল ছবি

গত নভেম্বর মাসে রবিঠাকুরের গান নিয়ে ব্যঙ্গ করায় বিপাকে পড়েছিলেন জনপ্রিয় অভিনেতা ও স্ট্যান্ডআপ কমেডিয়ান কপিল শর্মা। সেই ঘটনায় কপিলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শ্রীজাত। পরে অবশ্য কপিল ক্ষমা চাওয়ায়, বিতর্কে সেখানেই শেষ হয়।

সেই ঘটনার একমাস না কাটতেই ফের বিপাকে পড়লেন কপিল শর্মা। এবার জওয়ান ছবির পরিচালক অ্যাটলির চেহারা নিয়ে ঠাট্টা করে রীতিমতো রোষের মুখে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কপিলের সেই বক্তব্য নিয়ে সৃষ্টি হয়েছে তোলপাড়।

কয়েকদিন আগেই কপিল শর্মা শোয়ে হাজির হয়েছিলেন পরিচালক অ্যাটলি। তার নতুন ছবি ‘বেবি জন’-এর প্রচারেই শো’তে এসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন অভিনেতা বরুণ ধাওয়ান। সিনেমার টিমের সামনেই কপিল হঠাৎ অ্য়াটলিকে প্রশ্ন করে বসেন, ‘আপনি যখন কোনও স্টারের সঙ্গে কথা বলতে যান, তখন তারা বুঝতে পারে আপনি যে পরিচালক!’

কপিলের এই মন্তব্যের নেপথ্যে অনেকেই অপমান খুঁজে পেয়েছেন। নেটিজেনদের মতে, অ্যাটলির চেহারাকেই কটাক্ষ করেছেন কপিল। কারণ এই পরিচালক কালো বর্ণের।

যে কারণে কমেডিয়ানের কড়া সমালোচনায় মেতে ওঠেছেন তারা। অনেকেই বলেছেন, কপিলের শো’তে বিভিন্ন সময় তারকাদের স্পর্শকাতর বিষয় নিয়েও ঠাট্টা, মজা করা হয়।

এই মন্তব্য নিয়ে বিতর্ক বেড়ে যাওয়ায় চুপ করে থাকেননি কপিল। সম্প্রতি টুইটারে এক নেটিজেনকে জবাব দিতে গিয়ে এই অভিনেতা বলেন, ‘আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা না করাই ভালো। আমি কখনই অ্যাটলির চেহারা নিয়ে কথা বলিনি। অ্যাটলি এত ইয়ং পরিচালক, সেই অর্থেই মন্তব্য করেছি।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top