বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


‘সেটে চা বিক্রেতাদেরও আমার থেকে বেশি সম্মান দেওয়া হতো’


প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২৪ ১৭:০৯

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:৫০

ফাইল ছবি

নব্বই দশকে শাহরুখ খানের সিনেমা মানেই তাতে অভিজিৎ ভট্টাচার্যের কণ্ঠে গান! একসময় মজা করেই বলা হতো, বাঙালি গায়কের গানের জেরেই ইন্ডাস্ট্রি অভিনেতাকে ‘বাদশাহ’ তকমা দিয়েছে।

সেই নাম এখন অনুরাগীদের মুখে মুখে। কুমার শানু কিংবা উদিত নারায়ণের গানেও ঠোট মিলিয়েছেন শাহরুখ, কিন্তু অভিজিৎ ভট্টাচার্যর কণ্ঠে বলিউড সুপারস্টারের সিনেমায় যে কয়েকটা গান রয়েছে, তার সবগুলোই সুপারহিট।

কিন্তু ২০০৯ সালের পরই সেই শাহরুখ-অভিজিৎ জুটিতে ভাঙন ধরে। শোনা যায়, কিং খানের সঙ্গে অভিজিতের সম্পর্কের অবনতি ঘটেছে ‘বিল্লু’র সময়ে থেকে। তারপর থেকে আর শাহরুখের সঙ্গে কাজ করেননি অভিজিৎ। এমনকী সলমন খানের কোনও সিনেমাতেও তার গান আর শোনা যায় না। কিন্তু কেন?

সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুলেছেন অভিজিৎ ভট্টাচার্য। গায়ক সাক্ষাৎকারে বসার আগেই সাফ জানিয়ে দিয়েছেন, শাহরুখের সঙ্গে তার ব্যক্তিগত কোনও কারণে সম্পর্কের অবনতি হয়নি। বরং পেশাগত কারণেই দূরত্ব বেড়েছে।

ডিসেম্বর মাসের গোড়ার দিকে ডুয়া লিপার কনসার্টে ‘বাদশাহ’র গানের ভিডিও ভাইরাল হওয়ায় সকলে যখন শাহরুখ খানকে নিয়ে মাতামাতি করছিলেন, তখন ক্ষোভ প্রকাশ করে অভিজিৎ ভট্টাচার্য বলেন, ‘গায়কদের কেউ মনে রাখে না’।

এবার ফের অতীত অভিজ্ঞতা নিয়ে ফের একবার বিস্ফোরক এই গায়ক। সালমানকে নিয়ে কোনও মন্তব্য তিনি করতে চাননি। কিন্তু কেন শাহরুখ খানের সিনেমার জন্য আর গান করেন না, সে কথা জানিয়েছেন।

সংবাদসংস্থা এএনআইয়ের এক সাক্ষাৎকারে অভিজিৎ ভট্টাচার্যের মন্তব্য, যথেষ্ট চর্চা হয়েছে এই বিষয়ে। আমি পরিষ্কার করে একটা কথা বলে দিতে চাই যে, আমি শাহরুখের জন্য গাইতাম না। গায়ক হিসেবে নিজের কাজটাই করেছি। কিন্তু যখন দেখলাম, তারা সকলকে সম্মান দিচ্ছে। এমনকী সেটের চা বিক্রেতাকে সেই জায়গাটা দিচ্ছে, কিন্তু গায়কদের প্রতি কোনও কৃতজ্ঞতাবোধ নেই, আমার মনে হল- আর কেন ওদের সিনেমার জন্য গান গাইব?

ভবিষ্যতে কি এই দ্বন্দ্ব মেটার কোনও সম্ভাবনা আছে? বা শাহরুখের সিনেমায় আবার গান গাইবেন? প্রশ্ন যেতেই অভিজিতের জবাব, ‘তার সাপোর্টের দরকার নেই আমার।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top