বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


‘আমি ব্যক্তিগত জীবনে অনেক বেশি উচ্ছৃঙ্খল’


প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৪ ১১:৫৫

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:৫০

ফাইল ছবি

নিজের খারাপ অভ্যাস নিয়ে মুখ খুললেন বলিউডের মোস্ট পারফেকশনিস্ট আমির খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, একসময় অতিরিক্ত মদ্যপানের অভ্যাস ছিল তার। তিনি অকপটে স্বীকার করে নিয়েছেন যে, জীবনে এমন একটি সময় ছিল যখন প্রায়শই সারা রাত মদ্যপান করতেন।

সাক্ষাৎকারে আমির খান বলেন, ‘এখন আমি মদ্যপান ছেড়ে দিয়েছি কিন্তু একটা সময় ছিল যখন আমি মদ্যপান করতাম। আর যখন মদ খেতাম, তখন সারারাত পান করতাম। সমস্যা হচ্ছে আমি একজন চরমপন্থি, মানে যখন যেটা করি, একটু বেশি-বেশিই করি।

‘এটা একদম ভালো জিনিস নয় এবং আমি তা এখন বুঝতে পেরেছি। অনেক সময় এরকম হয়, আমি বুঝতে পারি আমি ভুল করছি কিন্তু নিজেকে থামাতে পারি না।’

অভিনেতার কথায়, ‘সিনেমার জন্য আমি একেবারেই উচ্ছৃঙ্খল নই বরং ব্যক্তিগত জীবনে অনেক বেশি উচ্ছৃঙ্খল।’ তিনি জানান, যখন কোনও ছবিতে কাজ করেন, তখন জীবনে এই ধরনের কোনো সমস্যাই আসে না। সেই সময় ‘কড়া শৃঙ্খলার মধ্যে নিজেকে রাখেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর মাসে আমির খান ‘সিতারে জমিন পার’ ছবির ঘোষণা করেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন আমির, দর্শিল সাফারি ও জেনেলিয়া দেশমুখ। যা ২০০৭ সালের তারে জমিন পার চলচ্চিত্রের সিক্যুয়েল।

আরএস প্রসন্ন ২০১৮ সালের স্প্যানিশ চলচ্চিত্র চ্যাম্পিয়ন্স অবলম্বনে এই সিক্যুয়েলটি পরিচালনা করছেন। সঙ্গে আমির খান ‘লাহোর ১৯৪৭’ নামে একটি চলচ্চিত্রও প্রযোজনা করছেন, যেখানে সানি দেওল, তার ছেলে জুনায়েদ খান, এবং সাই পল্লবী কাজ করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top