শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


ঐশ্বরিয়ার জন্য যা করেছিলেন সুস্মিতা


প্রকাশিত:
১৪ জুলাই ২০২১ ১৭:২১

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১২:৫০

ফাইল ছবি

বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রাই এখন অনিয়মিত হয়ে পড়েছেন অভিনয়ে। বচ্চন পরিবারের বউ হয়ে অনেকটা সংসারী হয়ে গেছেন। যতদিন সিনেমা করেছেন ততদিন তার সমকক্ষ কেউ ছিল না। তিনিই ছিলেন বলিউডে নম্বর ওয়ান চয়েজ।

সুহাসিনী সুস্মিতা সেনও একটা সময় পর্দা কাপিয়েছেন। তার ছিপছিপে গড়ন আর অসাধারণ নাচ সবাইকে মুগ্ধ করেছে।

এই দুই অভিনেত্রীর একটা জায়গায় মিল রয়েছে। দুজনই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মুকুট মাথায় পড়েছেন।

ঐশ্বরিয়ার জন্য বড় একটি ত্যাগের কথা সামনে এনেছেন সুস্মিতা সেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ১৯৯৪ সালের ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতা থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন সুস্মিতা সেন। তার কারণ, ঐশ্বরিয়া রাই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐশ্বর্যর জন্য নাম সরিয়ে নেওয়ার ঘটনাটি খোলাসা করেন সুস্মিতা। কেন সরিয়ে নিয়েছিলেন তার কারণও জানান সাবেক বিশ্ব সুন্দরী।

সুম্মিত জানান, ওই সময়ে ঐশ্বর্যা একজন প্রতিষ্ঠিত মডেল। সুন্দরী হিসেবে নাম-ডাক হয়েছিল তার। কিন্তু আমি তখনও নিজের জায়গা তৈরি করতে পারিনি। প্রতিযোগিতায় নাম লেখাতে গিয়ে আমি জানতে পারি, ঐশ্বরিয়া রাই সেই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

একইসঙ্গে তাকে জানানো হয়, ততক্ষণে আরও ২৫ জন মডেল প্রতিযোগিতা থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন। সবাই ভেবেছিলেন, ঐশ্বর্য থাকলে অংশ নিয়ে লাভ নেই।

সেই সময় সুস্মিতাকেও প্রতিযোগিতার এক কর্মী বলে বসেন, ‘আপনি নাম জমা দেওয়ার আগে ভেবে নিন। ঐশ্বর্য রাই অংশ নিচ্ছেন।’’ সুস্মিতা তৎক্ষণাৎ ফর্ম ফেরত নিয়ে নেন।

মজার বিষয় হচ্ছে পরে ওই প্রতিযোগিতায়ই অংশ নিয়ে মিস ইউনিভার্স হন সুস্মিতা। সেই ঘটনাও খুলে বলেন।

ফরম ফেরত দিয়ে বাড়ি যাওয়ার পরে মায়ের কাছে বকুনি খেতে হয় সুস্মিতাকে। তার মা তাকে বলেন, প্রতিযোগিতায় না গিয়ে হাল ছেড়ে দিলে তুমি? তোমার যদি মনে হয়, ঐশ্বর্য খুব সুন্দরী, সে-ই জিতবে, তাহলে তার কাছে হারতে অসুবিধা কোথায়?

মায়ের কথা শুনে প্রতিযোগিতায় যোগ দেন সুস্মিতা। তার ফলাফল, ঐশ্বর্যাকেও হারিয়ে দেন তিনি। অর্জন করেন ‘মিস ইন্ডিয়া’-র মুকুট। দ্বিতীয় স্থান অধিকার করেন ঐশ্বর্য। পরবর্তীকালে ঐশ্বর্যকেও এই গল্প বলেছিলেন বলিউড সেনসেশন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top